ভালো কে ভালো বলি, খারাপ কে ঘৃণা করি! এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় বা মানুষ কে?
এক কথায় সাকিব আল হাসান।
এতে খুব কম মানুষই দ্বিমত পোষণ করবে। আসুন দেখে নেই আমাদের নয়নের মনি সাকিব আল হাসানের জীবন বৃত্তান্ত!!
সাকিব আল হাসান এর প্রোফাইলঃ
পূর্ণ নামঃ সাকিব আল হাসান
জন্মঃ ২৪ মার্চ ১৯৮৭ (বয়স ২৫)
জেলাঃ মাগুরা, বাংলাদেশ
ডাকনামঃ সাকিব
ভাই বোনঃ সাকিবরা ১ ভাই, ১ বোন।
পড়ালেখাঃ মাগুরা পুলিশ লাইন স্কুল, বিকেএসপি।
বিয়েঃ ১২-১২-১২, হোটেল রূপসী বাংলা।
ব্যাটিংয়ের ধরনঃ বামহাতি
বোলিংয়ের ধরনঃ বামহাতি অর্থোডক্স
ভূমিকাঃ অলরাউন্ডার
দলঃ
খুলনা বিভাগ
ওর্চেস্টারশায়ার
কলকাতা নাইট রাইডার্স
খুলনা রয়েল বেঙ্গলস
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি লিস্ট এ
ম্যাচসমূহ ২৮ ১২৬ ৬৩ ১৫৩
রানের সংখ্যা ১,৮৩৫ ৩,৬৩৫ ৩,৭৩৭ ৪,২৮৫
গড় ব্যাটিং ৩৫.৯৮ ৩৫.৬৩ ৩৪.৯২ ৩৩.৭৪
১০০/৫০ ২/১১ ৫/২৫ ৫/২১ ৫/৩০
উইকেট ১০২ ১৬০ ২০১ ১৮৯
গড় বোলিং ৩২.৫৬ ২৮.৮৫ ৩০.০৮ ২৮.৪০
ইনিংসে ৫ উইকেট ৯ ০ ১৪ ০
অর্জনঃ
বিশ্বসেরা ওয়ানডে অল্রাউন্ডার।
বিশ্বসেরা টেস্ট অল্রাউন্ডার। (বর্তমানে দ্বিতীয়)।
বর্ষ সেরা বাঙালিঃ কলকাতার ষ্টার আনন্দ থেকে সেরা বাঙালির খেতাবে ভুষিত করে।
গ্রামীনফোন-প্রথম আলোর বর্ষসেরা ক্রীড়াবিদ - ২০১১ ও ২০০৯।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
‘দ্য উইজডেন’ ক্রিকেট ম্যাগাজিনের পক্ষ থেকে ২০০৯ এর সেরা টেস্ট ক্রিকেটার।
উম্মে আহমেদ শিশির এর প্রোফাইলঃ
পূর্ণ নামঃ উম্মে আহমেদ শিশির
জন্মঃ ১৯৮৯ (বয়স ২৩)
জেলাঃ নারায়ণগঞ্জ , বাংলাদেশ
বর্তমান আবাসঃ যুক্তরাষ্ট্রের উইসকনসিনে।
ডাকনামঃ শিশির।
বাবার নামঃ মমতাজ আহমেদ, অগ্রণী ব্যাংকে চাকরি করতেন।
ভাই বোনঃ ৪ ভাই, ২ বোন। সবার ছোট শিশির।
পড়ালেখাঃ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে এ স্নাতক, মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে। শিশিরের শৈশব কেটেছে সিদ্ধিরগঞ্জে আর পাওয়ার হাউজের স্কুলেই তিনি পড়ালেখা করতেন।
১৯৯৮ সালে ডিভি ভিসায় আমেরিকা পাড়ি জমান জনাব আহমেদ, তখন শিশিরের বয়স ছিল মাত্র ০৮।
বাবা আহমেদ তখন অগ্রণী ব্যাংকে চাকরি করতেন। বাবা ও সৎ মা প্রায় ১৫ বছর আগে ডিভি লটারিতে আমেরিকা যায়, ভিসা পান শিশিরের সৎ মা। শিশির অবশ্য তার দুই বছর পর ২০০০ সালে পিতার কাছে যুক্তরাষ্ট্রে যান। তবে শিশিরের আপন মা এখনও বাংলাদেশের সিদ্ধিরগঞ্জেই থাকেন ।
মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের আদিবা টাওয়ারের মামার বাসার ছাদে শিশিরের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে।
দেশের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ সাকিব ঢাকায় দুটো ফ্ল্যাট কিনেছেন। তার একটি আবার মিরপুর ডিওএইচএসে। বিয়ের পর হয়তো নিজেদের ফ্ল্যাটেই উঠবেন নব দম্পতি।
আমি সাকিবের সুন্দর দাম্পত্য জীবন কামনা করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।