আমার কবিতা আমাকে ঘুমাতে দেয় না বিশ্বজিৎকে কোপাইয়া মারা হইল, কারা মারল কেমনে মারলো এই দৃশ্য ধারণ করতে ব্যস্ত ছাংবাদিকগণ কেন তাকে ধরল না। চাপাতির কোপের সামনে সব ছাংবাদিকরা নিউজ কভারেজ করতেই ব্যস্ত ছিল। এমন একটা নৃশংস ঘটনা ঘইটা গেল সমস্ত মিডিয়া সেখানে শুধু ছবিই তুলল কোন প্রতিরোধ কেন করল না এমন বিস্তর অভিযোগ দেখি ব্লগ আর সামাজিক যোগাযোগ সাইটে।
ভাবখানা এমন যে যত দোষ এই ছাংবাদিকদের। তারা কেন প্রতিরোধ গড়ে তুলল না।
অথচ এই ছাংবাদিকরা ছবি তুইলা পত্রিকা টিভির সামনে আনছে বইলাই আমরা প্রতিবাদী হইতে পারছি। ঘৃণাসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। পক্ষান্তরে, কোপানো ঘটনার খুব কাছেই পুলিশ ছিল তাদের দায়িত্বটা কি ছিল সেটা আমরা ভুলে যাচ্ছি। তাদের দোষী করতে দেখি না কাউকে। কি আজব কথা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।