ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রাশেদুর রেজা সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ২টার পর তারা কাজে যোগ দিয়েছেন।
চট্টগ্রাম মেডিকেলের শিক্ষানবিশ চিকিৎসক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল পারভেজ সুমনের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার থেকে এ কর্ম বিরতি পালন করে আসছিলেন চিকিৎসকরা।
রাশেদুর রেজা সানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলায় জড়িতদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।এই আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছি।’
গত শনিবার নগরীর মেহেদীবাগ এলাকায় ন্যাশনাল হাসপাতালের পাশে দুর্বৃত্তদের হামলায় আহত হয় সোহেল পারভেজ সুমন।
তার দাবি, ছাত্র শিবিরের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে।
হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের মোট ২১২ জন চিকিৎসক কর্ম বিরতিতে অংশ নেন। এতে কলেজ শাখা ছাত্রলীগেরও সমর্থন ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।