আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য (আপুদের না পড়াই ভালো)

হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! ১ রাগ করেছি হাত ছাড়ো ! চা খাবো না ভাত বাড়ো ! ২ শুনলাম, তোর বাবা নাকি পুলিশ? “তোর মনটা চুরি গেছে” এইটা তাঁকে বলিস! ৩ ছেড়ে দেবো ঘর-বাড়ী হয়ে যাবো সন্ন্যাসী, যাকে বেশি ভালোবাসি সেই দেখি সন্ত্রাসী!? ৪ পাশাপাশি আমরা দু’জন এক খাটে! রাতে কেনো ঘুম আসে না ব্যাখ্যা দে? ৫ ছেলেদের সব কথা ফোনে ফোনে, মেয়েদের সব কথা মনে মনে! ৬ বল্ নারে বালিকা? কবে পামু শালিকা? ৭ ঘুম পাড়ানি মাসী-পিসি, ঘুমের ভেতর ভালোবাসি! ৮ তোকে আমি চিনি তো! “হৃদয়” দিবি সীমিত! ৯ দু’টি দেহ,এক আত্মা!!! দু’জনেই লাপাত্তা!?? ১০ সব আয়োজন তোর জন্যেই, কোথাও কোনো লোক-জন নেই! ১১ আসে যদি ঘুম মনে, ভাঙিয়ে দেবো চুম্বনে! ১২ আমি বর তুই কণে, এক খাটে দুই জনে! ১৩ চুপ করে থাকো!!! ঠোঁটে ঠোঁট রাখো, আল্লাহ্‌কে ডাকো!!! ১৪ প্রেম নাকি ছলনা! মুখ ফুটে বল না?! ১৫ উঠে পড়ো এ মনের সিঁড়িতে, তা না হোলে টান দেবো বিড়িতে! ১৬ ভালোবাসি, দিবা-নিশি! ভালোবাসা দিবা, নিশী ? ১৭ বাসি ভালো খুব তোরে, তুই কেনো চুপ কোরে? ১৮ হেরে যাবো তর্কে, বল্ আমি তোর কে? ১৯ তোকে ছাড়া বাঁচবো না! কাপড় আমি কাচবো না! ২০ এসে ছিলে কল্পনায়, রান্না ঘরে, কল তলায়! আমাকে দেখে হাসছিলে থালা-বাসন মাজছিলে! ২১ আম গাছে জাম ধরে জাম গাছে ডাব, দেখলে পরে আমাকে মারিস কেনো ভাব? ২২ একটাই দাবী একটাই চাওয়া, আমি আদি (আদম) তুমি হাওয়া! ২৩ “এক” এর কি দাম “দুই” ছাড়া? আমার কি দাম তুই ছাড়া? ২৪ বুঝি না ছাই “প্রেম কি জিনিস”! তুই নাকি তা “বেচিস-কিনিস”? ২৫ বাড়া ভাতে ছাই, কোথাও তুমি নাই! ২৬ মেয়ে নাকি বুনো! করে নাকি খুন ও! ২৭ কাব্য লিখবো ছন্দ দাও, তোমার চুলের গন্ধ দাও! ২৮ সংক্ষেপে বলো “মেয়ে তুমি কার”? প্রয়োজন নেই- “ভূমিকার”! ২৯ মনে মনে কারে খোঁজে মন? কার লাগি হৃদয়ে দহন? ৩০ চোখ বুজো চুমু দেই, এইখানে সামু’তেই! ৩১ তোমার পোস্টে কমেন্ট ছুড়ি, আবার শুরু- “টম এ্যন্ড জেরি”! ৩২ ঠিক করেছি তোমাকে আর ভাববো না, সত্যি বলছি- গল্প কিংবা কাব্য না! ৩৩ ১২/১২/১২/ প্রেম/দিয়ো/আরো/ ৩৪ দহনের, দহনে কেউ কি পোড়ে? দহনের পেছনে কেউ কি ঘোরে? উৎসর্গঃ তোমাকে!!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।