আমি নিতান্ত সাদমাটা মানুষ। বলারমত কোন পরিচায় নাই। নিরামিষ মানুষ । আজ ১২-১২-১২ । তারিখটা খুবই জটিল।
আগামী একশত বছরের আগে এ তারিখ আর আসবেনা। আবার এ তারিখ দেখতে হলে আমাদের এই সময় থেকে আরো একশত বছর বাঁচতে হবে।
বড়ই জটিল। বড়ই ইন্টারেষ্টিং। আগামী ১২-১২-১২ তারিখটি যারা পাবে তারা আমাদের সম্পর্কে কি ভাববে? তখনকার সমাজ সভ্যতাইবা কি হবে? মনটা একটু খারপ হয়ে গেল ।
কিযেনো শুন্যতায় মনটা হাহাকার করে উঠল। আগামী এ তারিখ আমি দেখবোনা । সব থাকবে আমি থাকবনা।
কবির ভাষায়-
এ পৃথিবী যেমনি আছে
তেমনি পরে রবে
মাটিরও পৃথিবী ছেরে একদিন
চলে যেতে হবে।
বড়ই জটিল এ তারিখটার মত বড়ই জটিল এ চিরসত্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।