আমার এই পথ চাওয়াতে আনন্দ...... গত সপ্তাহের কাণ্ড ... আরদি এসে আমাকে বলল ......... > মা একটু চিকেন রান্না করো তো , আমার ফ্রেন্ডরা খেলতে আসবে । > খেলতে আসবে ভালো কথা । কিন্তু চিকেন রান্না করতে হবে কেন ? > আহ মা - ওরা খেলতে খেলতে টায়ার্ড হয়ে যাবে - তখন চিকেন খাবে । > ওকে । তাইলে সাথে একটু ভেজিটেবল ও রান্না করি ( আরদি এই সব্জি জিনিষটা দুই চোখে দেখতে পারেনা ) > না না - আমার ফ্রেন্ডরা টায়ার্ড হলে খালি চিকেন খায় । > তুমি কি শিওর ? > হ্যা মা - আমি শিওর অ্যান্ড আই প্রমিজ ( আরদি শিওর টাকে পোক্ত করতে সব সময় প্রমিজ যোগ করে) > কিন্তু আমি জানি ওরা টায়ার্ড হয়ে গেলে ওদের মায়ের কাছে ভেজিটেবল খেতে চায় এইভাবে ইচ্ছা করেই ওর সাথে কিছুক্ষণ মুলামুলি করতে থাকলাম । এক পর্যায়ে ছেলে খুবই বিরক্ত হয়ে বলল " মা - তুমি এমন করলে কিন্তু ওরা কোনোদিন আমাদের বাসায় খেলতে আসবেনা । আর ওদের বাসায় গেলে আমাকেও ভেজিটেবল খেতে দিবে "
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।