যারা এখনও নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনবেন বা কেনার কথা ভাবছেন, তারা আরও কিছুদিন অপেক্ষা করতে পারেন কারন, ইন্টেলের ৪র্থ জেনারেশন প্রসেসর, যা জুন ৪ ২০১৩ তে রিলিজ হবে। আর এই প্রসেসর হবে আগের চেয়ে আরও বেশি পাওয়ারফুল আর যোগ হচ্ছে নতুন এইচডি গ্রাফিক্স। আরও রয়েছে নতুন অনেক ফিচার। তো জেনে নেওয়া যাক বিস্তারিত। ইন্টেলের ৪র্থ জেনারেশন প্রসেসরের কোড নেম রাখা হয়েছে ‘Haswell’। এই প্রসেসরগুলো পিসি, ল্যাপটপ, আলট্রাবুকে ব্যাবহার করা হবে। এর গ্রাফিক্স হিসেবে রয়েছে ইন্টেলের HD5200 যার পারফমেন্স হতে পারে NVIDIA GT 540 এবং AMD REDEON HD6670 সমমানের। এর পারফমেন্স যা ৩য় জেনারেশনকে ছাড়িয়ে যাবে, # A 22 nm manufacturing process. # 3D tri-gate transistors. # A 14-stage pipeline (since the Core microarchitecture). # Mainstream up to quad-core. # Native support for dual channel DDR3. # 64 kB (32 kB Instruction + 32 kB Data) L1 cache and 256 kB L2 cache per core. যে নতুন ফিচারগুলো যোগ হবে, # Haswell New Instructions (HNI, includes Advanced Vector Extensions 2 (AVX2), gather, bit manipulation, and FMA3 support). # New sockets — LGA 1150 for desktops and rPGA947 & BGA1364 for the mobile market. It is possible that Socket R3 will replace LGA 2011 for server Haswells. # Intel Transactional Synchronization Extensions (TSX). # Graphics support in hardware for Direct3D 11.1 and OpenGL 4.0. # DDR4 for the enterprise/server variant (Haswell-EX). # Variable Base clock (BClk)[24] like LGA 2011. # Supervisor mode access prevention (SMAP). যে ফিচারগুলো আশা করা হচ্ছেঃ # Shrink PCH from 65 nm to 32 nm. # A new cache design. # Up to 32 MB unified cache LLC (Last Level Cache). # Support for Thunderbolt technology. # There will be four versions of the integrated GPU: GT1, GT2, GT3 and GT3e. According to VR-Zone, the GT3 version will have 20 execution units Another source, SemiAccurate, however says that the GT3 will have 40 EUs with an accompanying 64MB cache on an interposer An additional source, AnandTech, agrees that GT3 will have 40 EUs, and states there will be a version with up to 128MB of embedded DRAM, but makes no mention of an interposer Haswell's predecessor, Ivy Bridge, has a maximum of 16 EUs. # New advanced power-saving system. # Fully integrated voltage regulator, thereby moving a component from the motherboard onto the CPU. # 37, 47, 57 W thermal design power (TDP) mobile processors. # 35, 45, 65, 84, and ~100+ W (high-end, Haswell-E) TDP desktop processors. # 10 W TDP processors for the Ultrabook platform (multi-chip package like Westmere) leading to reduced heat which results in thinner as well as lighter Ultrabooks, but performance level will be lower than the 17W version. ডেস্কটপের প্রসেসরগুলো হলঃ Core i7-4770K Core i7-4770 Core i7-4770S Core i7-4770R Core i7-4770T Core i7-4765T Core i5-4670K Core i5-4670 Core i5-4670S Core i5-4670R Core i5-4670T Core i5-4570 Core i5-4570S Core i5-4570R Core i5-4570T Core i5-4330 Core i5-4330S মোবাইল প্রসেসর, যা ল্যাপটপে ব্যাবহার করা হবেঃ Core i7-4930MX Core i7-4950MQ Core i7-4900MQ Core i7-4850HQ Core i7-4800MQ (সুত্রঃ ইন্টারনেট) https://www.facebook.com/easines (my profile) https://www.facebook.com/onlytrue.es (like this page) Click This Link (fun group)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।