andharrat@জিমেইলডটকম ইন্টারনেট ব্যবহারের ভরসাযোগ্য কোন প্রতিষ্ঠান আজও এ দেশে জন্ম নিলনা! আগে ব্যবহার করতাম হারামীফোনের, স্পিড ও টাকার কারনে এটাকে বাদ দিয়া “স্বদেশী পণ্য কিনে হও ধন্য” মন্ত্রে দীক্ষিত হইয়া টেলিঠক ব্যবহার শুরু করলাম। অনেকদিন কামড় মেড়ে পড়ে থাকলাম, ভাল সার্ভিস (?) বদহজম হওয়ায় সেই মন্ত্রও আস্তে আস্তে বাতাস খেয়ে নিল। ঢেঁকি গেলার মত পরিস্হিতি নিয়ে কাঁপা কাঁপা হাতে একটেল ধরলাম। প্রত্যাশা আর প্রাপ্তি একে অপরের সতীন। আহ্ এবার এলো ওয়াইমেক্স, সিংহীর মত ঝাঁপিয়ে পড়ে টিনের ঘরের চাল উড়িয়ে জোরে বললাম, "ওয়াও।" তারপর কয়েকদিন পর পরই টাওয়ারে প্রবলেম, লগিন প্রবলেম, টিএক্স প্রবলেম, সাবমেরীন প্রবলেম, সরকারী ২৫% প্রবলেম, ফেয়ার ইউজেস ফাঁদ। ৩/৪দিন পরই পরই টিএক্স সমস্যাজনিত মেসেজ আসে, এই টিএক্স জিনিসটা যে কী ননটেকনিক্যাল মানুষ হিসাবে আমি কী বুঝবো? তাদের টিএক্স সমস্যা হয়েছে না পেটে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এটা জেনে আমার কী লাভ? মনে হয় সপ্তাহে ২বার টিএক্স সমস্যা না হলে তাদের পেট ফুলে যায়। ওয়াইম্যাক্স! ফোরজি (৪জি)! বাপরে! শুনলে কানের ময়লা পাউডার হয়ে উড়তে থাকে। একসময় “"ওয়াও"” বলে ঝাঁপ দেয়া আমি এখন “মিঁউ মিঁউ” ডাকি ক্ষীণ স্বরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।