আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ আজ জিতেই যেত যদি (১) বা (২) যে কোন একটি না হতো,,,,,(চুলচেরা ও চুলছেড়া বিশ্লেষণ)

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত ! প্রথমেই বাংলাদেশকে অভিনন্দন এরকম একটা চ্যালেন্জিং স্কোরের বিপরীতে খেলে ব্যাটিং একেবারে ধ্বসে পড়েনি। ওয়েস্ট ইন্ডিজকে অভিনন্দন এরকম ফাইটিং স্কোর গড়া ও জয় নিয়ে মাঠ ছাড়ার জন্য। আমি এই এক মাসে একটা জিনিস লক্ষ্য করলাম জানিনা আপনারা লক্ষ্য করছেন কিনা যে ওয়েস্ট ইন্ডিজ শেষ বল পর্যন্ত লড়ে যায় সে ম্যাচ জিতার কাছাকাছি থাকুক বা পরাজয়ের দ্বারপ্রান্তে থাকুক না কেন। যা তাদের স্পোর্টিং মানসিকতা ও প্রফেশনালিজম কেই রিপ্রেজেন্ট করে। অর্থাৎ তারা খেলে আজকের জন্য নয় বরং ভবিষ্যতের জন্য এরকম আজ ভাল করবো যেন ভবিষ্যতে আরও ভাল করতে পারি।

যাহোক আমার মনে দুটি পয়েন্ট মনে হয়েছে যা ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছে। এগুলো না হলে আমরা জিতেই জেতাম (১) উদ্দেশ্যমূলক ভাবে গেইলের হাফবলি বল না দিত: যেখানে সেট ব্যাটসম্যানরা রানের জন্য সামনে এসে খেলবে তখন স্ট্যাম্পিং এর আউট হবে বা জোরে মারলে এগুলা কখনও বাউন্ডারী পার হবেনা তাতো জানা কথাই তাই ক্যাচ আউট হওয়ার উজ্জল সম্ভাবনা ছিল। মূলত অভিজ্ঞতায় পাকা গেইলের এমন বোলিংয়ের মূল উদ্দেশ্যই ছিল এটা। (২) যদি বাই চান্স রুবেলের ওভারটায় এত রান না আসতো যদি ১৫ বা ২০ রানও দিতো তাও একটা চান্স ছিল। আমি বহুবার লক্ষ্য করেছি শেষদিকে আমাদের বোলারা একেবারে অর্ডিনারী ৪ বা ৬ মারার বল দেয় যেন ওগুলো মারতে গিয়ে আউট হবে যেন মনে করে তার উইকেট দরকার রান যাই হোক না কেন।

এরকম অনভিজ্ঞতা আমি রুবেল ছাড়াও মাশরাফি, তাপস বৈশ্য, সৈয়দ রাসেল সহ অনেক ফাস্ট বোলারদেরই দেখেছি। তবে শফিউলকে এসব ওভারে তুলনামূলক কম অভিজ্ঞ হলেও অনেক ভাল বল করতে দেখেছি যা আমাকে অনেক অবাক করেছে। পুনশ্চ: অনেককে দেখলাম তামিম ও মাহমুদ-উল্লাহ দের শ্রাদ্ধ করছেন কেন মেরে খেললো না। আপনাদের বলি গেইলের বলে রান না পাওয়ার অন্যতম কারন বলগুলো বিভিন্ন ফাকাঁ জায়গা দেখে টাইমিং না করে জোরে জোরে মারতে চাওয়াতেই রান করতে পারেনি। এক্ষেত্রে জয়াবর্ধনের ইনিংস দেখলে বুঝবেন জোরে নয় বরং বল প্লেসমেন্ট ও টাইমিংই সব।

তাছাড়া এটা পুরোপুরি ব্যাটিং পিচ হলেও ফটাফট আউট হলেই রান বাড়তো তা নয়। বিশ্বের বিভিন্ন দেশের তারকা খেলোয়ারদের দেখুন তারা এসেই মারতে পারে না বরং অন্তত ৪ বা ৫ বল তাদের খেলতে হয়। সুতরাং এই ৪ বা ৫ বল নতুন কেউ এলে নষ্ট হতো তাই তামিম ও মাহমুদ উল্লাহর দেখে শুনে খেলা নিশ্চিত সঠিক সিদ্ধান্ত। আসলে আমাদের ভাগ্যই খারাপ। পরের যে ওভার গুলোতে রান ওঠবে সে গুলোতে রোচ, নারায়ণ যে স্টান্ডার্ডে বল করেছে তা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিশ্বের কোন দলই এই বল চেজ করে জিততে পারতো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.