আমাদের কথা খুঁজে নিন

   

নামাজের জামাতী ব্যবহার - ছওয়াব টা পরকালের জন্য আর ব্লকিংটা ইহকালের জন্য

দেখিয়া শুনিয়া চরম বিরক্ত (০৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে সকাল ১০:২৯ মিনিটে কুমিল্লায় এভাবেই মহাসড়কে গাড়ি আটকিয়ে জামাতে নামাজ আদায় করে জামায়াতে ইসলামী। প্রশ্ন হচ্ছে, সকাল ১০:২৯ মিনিটে মহাসড়কে আটকে পড়া শত শত যাত্রীদের কষ্ট দিয়ে কোন ওয়াক্তের নামাজ আদায় করল জামায়াত ? ধর্ম বিক্রি করে আর কত রাজনীতি ?) আমার কিছু সংগত প্রশ্ন: ১) নফল নামায তো যে কোন সময় পড়া যায়। তাহলে পরে রাতের বেলা বা অন্য কোন সময় যখন যান বাহন থাকে না তখন পড়ে নিলেই তো হয়। অবশ্য যদি যান জট সৃষ্টি করে মানুষ কে কষ্ট দিয়ে নফল নামায আদায় করার ইচ্ছা থাকে তাহলে ১০:২৯ যে উপযুক্ত সময় তা আর বলার অপেক্ষা রাখে না। ২) নফল নামায তো জামাতে পড়া বাধ্যতামূলক না।

রাস্তার চিপায় দাঁড়ায়া দাঁড়ায়া একজন একজন করে পড়ে ফেললে তো নামায ও আদায় হলো সাথে সাথে মানুষের ও কষ্ট কম হলো। অবশ্য নামায আদায়ের সাথে সাথে যদি পাবলিক কে একটু বাড়তি পেইন দেওয়া যায় তাতে মন্দ কি? এক ঢিলে দুই পাখি মারা হইল। যাকে বলে ইহকাল ও পরকাল একসাথে হাসিল হইল। ৩) এতই যদি জামাতে নামায পড়ে অধিক নেকী হাসেলের ইচ্ছা থেকে থাকে তাহলে পার্শ্ববর্তী বা অল্প দূরের মসজিদে গিয়ে নামায আদায় করাই তো লাভজনক। যতদূর জানি কদমে কদমে নেকী হাসিল হবার কথা।

অবশ্য নেকীর থেকে মানুষকে কষ্ট প্রদান যদি মূখ্য হয় তাহলে ভিন্ন কথা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।