স্বাধীনতায় বিশ্বাসী ঢাকা শহরের মিরপুরস্থ জাতীয় চিড়িয়াখানার সন্নিকটে অবস্থিত মুক্তিযোদ্ধা পুনর্বাসন প্রকল্প। এখানে অসহায়, দরিদ্র, ভূমিহিন মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করা হয়েছে। কিন্তু এলাকাটির যা অবস্থা, এবং বর্তমানে চারিদিকে যেমন আগুন আতংক মহামারীর মত ছড়িয়ে পড়ছে। তেমনি ঢাকার বস্তিগুলো আগুনে গ্রাস করে এই সব সহায় সম্বল ও ভূমিহীন মানুষগুলোকে পুড়িয়ে মারা হচ্ছে। তাতে কারও কিছু বলার নেই।
কারণ আমাদের দেশে এরা মানুষ বলে গণ্য হয় না। যাহোক বর্তমানে উক্ত মুক্তিযোদ্ধা পুনর্বাসন প্রকল্পে একটি বিশালাকৃতির দীঘি আছে। কিন্তু সেখানে শুরু হয়েছে বাশের মাচার উপর নতুন বস্তি স্থাপনের কাজ। ক্ষমতাসীন ব্যক্তিরা সাধারণ এই সকল মানুষদের কাছ থেকে টাকা নিয়ে উক্ত বস্তির ঘর বরাদ্দ দিচ্ছে বলে দেখা যাচ্ছে।
আমার কথা তারা এই সব ভূমিহীনদের উপকারার্থে এই উদ্যোগ নিয়েছেন, ভাল কথা।
কিন্তু যেখানে নতুন বস্তি তৈরী হচ্ছে তা হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রবেশ পথে। আল্লাহ না করুন যদি কোনভাবে সেখানে আগুন লেগে যায় তবে এই প্রকল্পে বসবাসকারী কয়েক হাজার মুক্তিযোদ্ধা পরিবার ও সাধারণ নিম্ন আয়ের দরিদ্র মানুষেরা যারা বর্তমানে সেখানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। তারাই শুধু জ্যান্ত কাবাব হবে, এছাড়া কারও কোন ক্ষতি হবে না।
তাই জরুরি ভিতিতে এই ব্লগে যদি কোন সাংবাদিক বা পাঠক সাংবাদিক থাকেন তবে সরেজমিনে সেখানে গিয়ে বিষয়টি বিস্তারিত দেখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।