ফকির লালন সাঁইয়ের গান শুনতে বসলে আরেক মরমী সাধকের বিখ্যাত গান "আমিতো মরে যাবো, চলে যাবো, রেখে যাবো সবই..." গানের দুটি লাইনই প্রথমে মনে পরে। লাইন দুটি হলো,
"গানের ছন্দে মন আনন্দে মাথা ঝোলাও তালে,
বুঝলি না যে অন্ধ মানুষ গায়কে কি বলে..............."
কারন লালনের অনেক গান অসম্ভব ভালো লাগলেও কথাগুলোর ঠিকঠাক মানে বুঝে উঠতে পারি না। যেমন নিচের গানটি। আমার বিশ্বাস এই ব্লগে অনেক জ্ঞানীগুনী ব্লগার আছেন যারা আমাকে গানটির অর্থ বুঝতে সাহায্য করবেন। আর সেইসব সদাহাস্য ব্লগারদের সবিনয় অনুরোধ করব অন্তত এই রকম গুরুগম্ভীর বিষয়ে পরিহাস করা থেকে বিরত থাকবেন।
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করব কি
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তাকে তোমরা বলবে কি?
ছয় মাসের এক কন্যা ছিল
নয় মাসে তার গর্ভ হলো
এগার মাসে তিনটি সন্তান
কোনটা করবে ফকিরি?
ঘর আছে তার দুয়ার নাই
মানুষ আছে তার বাক্য নাই
কেবা তাহার আহার যোগায়
কে দেয় সন্ধ্যাবাতি?
লালন সাঁই ফকির বলে
মাকে ছুলে মরে ছেলে
এই তিন কথার অর্থ নইলে
তার হবেনা ফকিরি।
ইউটিউব লিংকঃ
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।