উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম-নির্ভর নতুন একটি স্মার্টফোন আনার ঘোষণা দিল নকিয়া। লুমিয়া সিরিজের ‘লুমিয়া ৬২০’ স্মার্টফোনটির দাম ২৪৯ ডলার। লুমিয়ার ৬২০ মডেলটিতে থাকছে ৩.৮ ইঞ্চি মাপের ডিসপ্লে, পেছনে ৫ মেগাপিক্সেল ও সামনের দিকে ভিজিএ ক্যামেরা। পাশাপাশি আরও থাকছে এক গিগাহার্টজ ডুয়ালকোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি সুবিধা। এ স্মার্টফোনটিতে থাকবে ‘ডুয়াল-শট’ পদ্ধতি অর্থাত্ স্মার্টফোনটিতে পলিকার্বনেটের দুটি স্তর থাকায় স্মার্টফোনের রঙে বৈচিত্র্য আসবে। নকিয়া জানিয়েছে, বাজেট বান্ধব স্মার্টফোন হিসেবে তরুণদের মধ্যে আগ্রহ তৈরি করতেই লুমিয়া ৬২০ মডেলটি বাজারে আনা হচ্ছে। ২০১৩ সালের প্রথম প্রান্তিক অর্থাত্ অর্থাত্ জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই এ স্মার্টফোনটি বাজারে আসবে। নকিয়ার সম্প্রতি বাজারে আসা উইন্ডোজ ফোনের তালিকায় রয়েছে লুমিয়া ৯২০ ও লুমিয়া ৮২০ স্মার্টফোন দুটি । সংগৃহীত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।