আমাদের কথা খুঁজে নিন

   

কোকিলের ডাক

মাটির মানুষ আজকাল,তোমার চোখে আমার চোখ ডোবাতে কি ভয় করে! তোমার সখীদের সভায় একদৃষ্টিতে ভাবের বিনিময় করতেও বেশ ঠোঁট কাঁপে! গা শিরশির করে! আগে এমনতো হত না! এখন আমার ডালের যত একটা একটা করে পাতা ঝরছে, তত আমি তোমার কাছে দূর্বল হয়েছি! লজ্জা! লজ্জা! মায়ের প্রতি ছেলে দূর্বল! বন্ধুরা বেশ আমাকে নিয়ে মজা করে! আমি নাকি কাপুরুষ! সত্যি বলছি, তোমাকে সামান্য কথাটুকু বলতে! লজ্জা করে! আবারভয় ও করে! তুমি যদি , আমাকে ছেড়ে দূরে চলেযাও! আমাকে নোংরা ভাবো! এই যে তোমাকে দেখছি! আমার চোখ জুড়াচ্ছি! মন তাপাচ্ছি!এতেই তো আমার সর্বসুখ! মা কে বলতে যেমন ভয় করছে!তেমনি তোমাকেও! শুধু তোমার আগুনে নিজেকে পোড়াচ্ছি! আর কোকিলের ডাক দিনে রাত শুনছি! @ বাড়ি তারিখ- ০৬/১২/১২ সময়- ৪ঃ০৮ বিকাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।