আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"। খাঁড়ান। প্যাচাল পাড়োনের আগে পিসির রিকোয়ারমেন্ট ... ধুরু ... কনফিগারেশান লিইখ্যা লই।
Processor : Intel Pentium dual core 2.20 Ghz (32 bit)
Ram : 2 GB (এইবার আরো ২ জিবি কিইন্যা ৪ জিবি করুম!)
Graphics : 814 MB built in
Motherboard model : Gigabyte G41-MTES2L
এইবার কামের কথায় আহি।
গ্রাফিক্স কার্ড আসলে আমার লাগব না, আমার এক বন্ধুর লাগব। মাইণ্ড খাইয়েন না আবার!
বন্ধুর বাজেট হইতাছে গিয়া ৮৫০০ হাজার। এই মইধ্যেই গ্রাফিক্স কার্ড আর র্যাম কিনব। র্যামের পিছনে ত তেমন খরচাপাতি নাই।
যা যাইব সব এইডার পিছনেই।
অহন বাজেটখান ১০ হাজারও হইতে পারে। কাজেই ব্লগারদের অনুরোধ এই বাজেটের মধ্যে একখান ভাল গ্রাফিক্স কার্ড সাজেস্ট করেন।
ও আচ্ছা। আসল কথাই কই নাই।
বন্ধু আবার PSU কিনতে পারত না। ট্যাহা নাই। তাই এই শর্তখানও একটু মাথায় রাখন লাগব।
So, suggestion please! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।