আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো সেই দিনের স্মৃতি...

আমি। কেউ না। তবে মাঝে মাঝে আমার দুষ্ট মনটা কানে কানে এসে বলে, তুমি মহাকালের উচ্ছল সমুদ্রে ভেসে বেড়ানো এক কচুরিপনা । কালের ঊর্মিমালার সাথে সাথে নাচা ছাড়া তোমার আর কোন কাজই নেই..... আজ কৃষ্ণচূড়ার শিয়রে দেখো লোহিত বর্ণেরা খেলা করে ... সেই রক্তিম আভা দেখে খুন আমার খই সম ফুটে... পুরনো সেই দিনের স্মৃতিগুলো হৃদয়ে এসে হয়েছে জড়ো... মুক্তিযুদ্ধে কিম্বা তারও অনেক আগে বায়ান্নোতে শুনেছি বাংলার বাঁকে বাঁকে- ছেলে হারানো মায়ের করূণ আর্তনাদ। দেখেছি.. এখানে ওখানে অচনা সবাই কাঁদে... আজ যেমন, এই মাঠ ঢেকে দিল কৃষ্ণচূড়া ফুল। যার লালে চোখে লাগছে দারূণ নেশা... তেমনি সেদিন, ভরে উঠেছিল মানুষের শবে অবনি কুল। তাজা প্রাণের খুনে লাল হয়ে দিয়েছিল দেখা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।