বছরের প্রথম ছাতা মাথায় রাস্তায় নামা , বছরের প্রথম ছাতায় বৃষ্টির টিপ টিপ শব্দ শোনা ;পুনশ্চ - পলিটিকাল ব্যাপার নিয়ে আর ব্লগ দিবনা, সবাই আমার ভাই , সত্যি কথা বললে কোন পক্ষের কোন ভাইকে কষ্ট পাবে সেটা দিতে চাইনা :)
লেখাটি ফেসবুক থেকে নেয়া, তাই সরকারের পক্ষের লোকজন আর সরকার আমার উপর খেপ্লে সেইটা হবে আমার উপর অবিচার
মূল লেখা
দ্যা টেলিগ্রাফ পত্রিকায় দেখলাম, মাননীয় মন্ত্রী উদ্ধার কাজে ব্রিটিশ সহযোগিতা প্রত্যাখ্যান করেছেন১, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এই আশঙ্কায়... একই রকম ভাবমূর্তির দোহাই দিয়ে বিজিএমইএ এর সভাপতি চেয়েছেন, মিডিয়া যেন ভবন ধসের সচিত্র প্রতিবেদন প্রকাশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ না করে...
মাননীয় মন্ত্রী এবং বিজিএমইএ নেতা, সবিনয়ে জানতে চাই, কবে – কোথায় আপনারা, সরকারী দল অথবা বিরোধী দল দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন... একটা মাত্র উদাহরন দেন, একটা।
বরঞ্চ, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল ডঃ ইউনুস, আপনারা তাকে পদে পদে নিলজ্জের মত অপমান করেছেন।
দেশের ভাবমূর্তি উজ্জল করেছিল অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, আপনারা সংসদে তাকেও অপমান করেছেন।
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল ডঃ মাহবুব মজুমদার, যিনি এম আই টি থেকে স্নাতক, স্ট্যানফোর্ড থেকে এম এস, আর কেম্ব্রিজ থেকে পি এইচ ডি করেছিলেন, দুইবার যুক্তরাষ্ট্রর সেরা শিক্ষারথী হয়েছিলেন, কিন্তু আপনারা তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই হতে দেন নাই।
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল শুটার আসিফ, পুলিশ তাকে রাস্তায় পিটিয়েছে।
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল বুয়েটের মেধাবীরা, রক্ত বিসর্জন দেয়া তাদের আন্দোলন কে আপনারা “বিকৃত” বলেছেন।
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল দরিদ্র শিক্ষকেরা, যারা শত অভাবেও শিক্ষার আলো জ্বেলেছে নিষ্ঠার সাথে, তৈরি করেছে মেধাবী প্রজন্ম, আপনারা তাদের রাস্তায় ফেলে পিটিয়েছেন, পিপার স্প্রে দিয়েছেন।
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল পোশাক শ্রমিকেরা। যারা মাত্র ৩৭ ডলার মাসিক বেতন নিয়ে, সর্বনিম্ন শ্রমে গার্মেন্টসকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিল। আপনারা তাদের জীবন্ত কবর দিয়েছেন।
আর সবচাইতে বড় সত্যি, সারা পৃথিবীতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল এই দেশের সাধারণ জনগণ... আপনারা তাদের রক্ত চুষেছেন, পিটিয়ে মেরেছেন।
...
আপনারা বোঝেন ভাবমূর্তি কি...? ক্যামনে সেইটা গড়ে ওঠে...?
ওয়েল, উপরক্ত কাজগুলি করার জন্য মানুষ যে আপনাদের “অমানুষ” হিসেবে চেনে, এইটাই আপনাদের ভাবমূর্তি। আর আপনারা ভাবমূর্তি বইলা যেইটাকে চালাইতে চাইতেছেন, সেইটাকে বলে ব্যবসা, নিজের পিঠ বাঁচানোর ব্যবসা... !!
১. Click This Link
লেখা -Shuvo Anik ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।