আমাদের কথা খুঁজে নিন

   

টেক্স দিয়ে কোন লাভ আছে কি? না দিলে তো না খেয়ে মরতে হবে।

আপনারা কি জানেন আমরা প্রতিনিয়ত দিনের শুরু থেকে ঘুমানোর আগ পর্যন্তা ঘরের বাহিরে কেনাকাটা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত সকল ক্ষেত্রে টেক্স্ পে করে থাকি। টিন থাকলে যে সরাসারি টেক্স পে করে এমন নয় টিন তো আছে কয়েক লাখ তার ও ৩০% এর মত পে করে । সাধারন জনগন ই টেক্স পে করে প্রতিমূহুর্তে । তবে আমাদের প্রদেয় টেক্স্ এর টাকা কই জনগন কি কখনো প্রশ্ন করেছে করেনি কারন তারা পরোক্ষ ভাবে টেক্স প্রদান করে থাকে। যেখানে পৃথিবীর অন্যান্য দেশে টেক্স এর টাকায় সন্তানের জন্ম থেকে বেকার ভাতা , ফ্রি সার্ভিস , শিক্ষা, মেডিকেল সহ অন্যান্য প্রদান করে সেখানে বাংলাদেশের দিকে তাকালে দেখব টেক্স এর টাকায় সরকারের আমলাদের জন্য নতুন গাড়ী , ওয়াক আউট, বিলাশবহুল টুর, মন্ত্রিদের বিলাশিতা থেকে শুরু করে সকল কিছু ।

তবে আমাদের টেক্স্ দিয়ে লাভ কি। আর না দিয়েও পারবেন না আপনার দৈনন্দিন জীবন টেক্স দ্বারা এমন ভাবে আবৃত্ব যে টেক্স না দিলে জীবন সরকার ই কেরে নিবে কারন কোন কিছু কেনা থেকে সেবা কিছুই পাবেন না। আমরা কই আছি তা নতুন করে বলার কিছু নেই। কোন সরকার আমাদের ছিল তা ভাবতে হাজার বছর ও লেগে যেতে পারে। তাই ভাবার ও কিছু নেই।

আমরা অতীতে ও বোকা ছিলাম আজও বোকা হচ্ছি। নতুন কিছূ নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।