আমাদের কথা খুঁজে নিন

   

খুলনায় প্রার্থীদের সঙ্গে ইসির মতবিনিময়

মঙ্গলবার দুপুরে খুলনা নগরীতে এ সভায় প্রার্থীরা নির্বাচনী পরিবেশ, প্রচার-প্রচারণা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এছাড়া তারা অবৈধ অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার, প্রার্থীদের নিরাপত্তা, সেনাবাহিনী মোতায়েন এবং পুলিশ প্রশাসনে রদবদলসহ বিভিন্ন সুপারিশও উত্থাপন করেন।
সভায় নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় তারা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে বলে জানান।
সভায় ১৮ দল সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান মনি, জাতীয় পার্টি সমর্থিত শফিকুল ইসলাম মধু এবং মহাজোট সমর্থিত তালুকদার আব্দুল খালেকের প্রধান নির্বাচনী এজেন্ট মিজানুর রহমান মিজানসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীরা বক্তব্য দেন।
নগরীর জিয়া হলে রির্টানিং অফিসার মোস্তফা ফারুক সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুল জলিল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, মহানগর পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান প্রমুখ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।