আমাদের কথা খুঁজে নিন

   

অণুকাব্য (আপুদের না পড়াই ভালো)

হৃদয়ে আমার “একাত্তর” স্বপ্নে দেখি রঙিন ভোর! ১ “বন্যেরা বনে সুন্দর মেয়েরা রান্না ঘরে” কথায় না পারলে তারা (মেয়েরা) করুণ সুরে কান্না করে! ২ পাইনি খুঁজে কাউকে আজও মনের মতো, যাকে দেখি তাকেই লাগে বোনের মতো! ৩ মুখ ফুটে বল কে তোর আমি? এই দ্যাখ তোর ভেতর আমি! ৪ চঞ্চল মন হঠাৎ গেছে থেমে পড়েছি এক নাবালিকার প্রেমে ৫ জুলিয়েট কে রোমিও ডাকে! যখন সবাই ঘুমিয়ে থাকে! ৬ তুমি আমার কান্না হাসি কারণ আমার কন্যা রাশি! ৭ ফুল ফুটেছে টবে কেউ কি আমার হবে? ৮ মন তোকে চায় মন নিরুপায়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।