নামটা আমার লম্বা বটে তবে কখা বলি শর্টকার্ট দেশের মালিক ঘুমিয়ে ছিলেন। আচার ব্যবহার সেরকম হলেও তিনি নিজেকে কখনও মালিক বলে মুখে বলতেন না। কিন্তু কয়েকদিন ধরে ফেউদের অত্যাচারে অতিষ্ট হয়ে মুখ খুলে এবার বলেই ফেললেন কথাডা। অবশ্য ফেউরাও কম যায় না। এরপর এরা টেউটেউ করার অনুমতি চাইলো।
মালিক বলল দেব না। সুধিজন দু'কুল রক্ষা করে বললেন, আপনারা মালিক আপনারা বুঝেন কেমনে ফেউদের সামলাবেন। শান্তি চাইলে শান্তি, অশান্তি চাইলে অশান্তি। যাক, আমি আবার মালিকের মর্জির বিপরিতে কিছু করা পছন্দ করি না। কিন্তু দেখা পছন্দ করি খুব।
চোখ কান খোলা রাখি, খেলা জইমা গেলে দেখমুনে বউ পোলাপান নিয়া। আর একপাক্ষিক খেলা হইলে সময় থাকতেই টিকিট বেইচা দিমু সাদা বাজারে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।