প্রিয় সিলেট , প্রানের সিলেট , ভালবাসার সিলেট .......সিলেটি ভাষায় অনেক প্রবাদ আছে যাকে আমরা বলি ডিটান। সেই রখম কিছু ডিটান। যদি কেউ আরও এড করতে পারেন খুবই ভালো লাগবে সিলেটি প্রবাদ : ১ .যার যে সয় বুড়া অইলে বেশ অয় ২ . বাপে না গুতে , চুঙ্গা ভরি মুতে ৩ . তিন দিনর চান্দ অইলে দুআরও বৈয়া দেখা যায় ৪ . বাফে দেখছেনা ঘোড়ার পেল, পুয়া ঘুড়া দৌড়ায়া মুকিতলা বায়্দী গেল ৫ . গাঁওভরা চাচা ,অইলে, মাইরে হেন্গা করার কেউ নাই ৬ . গরীবর গরিবানা, নুন দিয়া পিটা খানা ৭ . আইতে জাইতে পচার বাপ, আম পাকলে মৌয়া ৮ . জমানারে ধরছে ভুতে, যুবা নারীয়ে চাটিত মুতে ৯ . উলার গোসা নালী ক্ষেতো ১০ . চেংও উজাইন, ব্যাংও উজাইন, কৈয়া পুটি তাইনও উজাইন ১১ . হাই মরলো কালাঞ্জি বালা , কান্দি উঠল ফতাবালা ১২ . গর্ছির বাড়িয়ে গর্ছি নয় না ১৩ . আইলে গেলে কুটুম ১৪ . ঘাট ফারৈতে উলামেলা , ঘাট ফারৈলে খেয়ানি হালা ১৫ . হিঙ্গি নাই বিল ফলো বাওয়া ১৬ . মূলে নাই ঘর আর পূবে তিন দুয়ার ১৭ . হাগা নাই ফুটকির ডাক মোটা ১৮ . গুয়া গাছ অ ফুয়া বায়, ফুয়া নষ্ট ফরি বাড়িত যায় ১৮ . মাতেনা কইন্ন্যায় মাতা নারে...ই কইন্নায় ফুরুস মারে ১৯ . উফ্রেদি ছেপ পালাইলে নিজের উফরে ফরে ২০ . ফাণিত ছেদ মারলে আটুত ফড়ে ২১ . নয়া যোগী তাতো উটসৈন ২২ . দুইদিনোর যুগী ভাতেরে কয় অন্ন ২৩ . গরম ভাতে বিলাই বেজার , হাছা মাতলে মই বেজার ২৪ . পরার পুতে নাও বায় তেলতেলি করে, নিজর পুতে নাও বায় কইলজাত পাড় পড়ে ২৫ . হারা রাইত কানভরি হুনলো বেটায় পুঁথি, বিয়ানে উঠি জিগায়, সোনাভান বেটা না বেটি ২৬ . চোরে চোরে আলি এক চোরে বিয়া করে আরেক চোরের হালি ২৭ . চুরোর মাউগর বড়ো গলা। ২৮ . আগলো বেটির লাজ নাই দেখল বেটির লাজ ২৯ . হাউসে গাভীন আর ফরৈতে আল্লাহ আলাহ ৩০ . যেমন আমাই তেমন নাতিন জামাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।