একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............
অনেকদিন ব্লগে কোন পোস্ট দেই নাই............তাছাড়া মেডিকেলের চূড়ান্ত পেশাগত পরীক্ষার জন্য নেট জগতটাই বিসর্জন দিয়েছিলাম ৩ মাসের জন্য..................এখন ফ্রী,,,,,,,তাই আবারো নেটে,,,আবারো ব্লগে.........
কি নিয়ে পোস্ট দিব ভাবতে ভাবতেই প্রায় এক সপ্তাহ চলে গিয়েছিলো,,,এর মাঝে কালকে সকালে ঢাকা গিয়েছিলাম............৩.৩০ এর দিকে গাড়ীতে রেডিও আমার থেকে হঠাৎ করে ব্রেকিং নিউজ জানায় যে.........সাইফুর রহমান আর নেই............
আজ সকালে সিলেট আসি,,,,,একটু আগে ব্লগে ঢুকে প্রথমেই ব্রাজিল-আর্জেন্টিনা বিষয়ক পোস্টগুলা পড়ে তারপরই সাইফুর রহমান বিষয়ক পোস্ট গুলা খুজতে থাকলাম...........পড়তে গিয়েই থমকে গেলাম............
এখানে বলে নেই........আমি বিএনপির সমর্থক নই,,,,,,,,,,,,,,তবে আমি একজন সিলেটি.......এখানে একজন সিলেটি হিসেবেই লিখছি,,,,অনেকে এটাকে আঞ্চলিকতার দোষে দুষ্ট পোস্ট বলবেন,,,,,,,,,,,তারপরও আমাকে লিখতে হবে,,,,,
আমরা জানতাম,,,,,সাইফুর রহমান আর বেশীদিন বাঁচবেননা.......দুদুটি স্ট্রোকের ধাক্কা তার শরীরে ছিল.........ক্রমাশই আরো নাজুক হয়ে পড়ছিল।
কিন্তু তারপরও.........যখনই তার মৃত্যুসংবাদ পাই..........মুহূর্তেই শরীরটা স্হবির হয়ে পড়েছিল.................আমি বাজী ধরে বলতে পারি...........সিলেটের প্রত্যেকটা মানুষ,,,,,,,,বিএনপি কিংবা আওয়ামীলিগ...যাই সমর্থন করুক না কেন..........সবার প্রায় একই রকম অনুভূতি হয়েছিল...........।
তাই যখনই পোস্ট গুলা দেখলাম...........শরীরটা গুলিয়ে উঠল,,,,,,,,,মানুষ কেমনে এসব বলতে পারে..........???
উনার ছেলে বা আরিফুল হকের জন্যে উনার অনেক সমালোচনা হয়েছে..............শুধুমাত্র বিএনপির কর্মকান্ডের জন্য উনি নির্বাচনে হেরেছেন,,,,,,,,,,তা সত্বেও................মুক্তিযুদ্বের পর থেকে এখন পর্যন্ত............তিনি ছিলেন সিলেটের সবচেয়ে জনপ্রিয় নেতা..............কারন........
উনি একা একটি মফস্বল শহরকে একটি মেগা সিটিতে পরিনত করেছেন
বাংলাদেশের আর কোন নেতা তার নিজের শহরের জন্য এতটুকু করেছেন?????????????????????
উনার রাজনীতির আদর্শ যাই হোক না কেন,,,,,,,,,,,,উনি প্রচলিত ধারার রাজনীতি বিদ ছিলেন না........তিনি সিলেটের জন্য তার অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন...............সেই ১৯৯৪ সালের বিভাগ হওয়া থেকে শুরু করে,,,,,,আজকের সিলেট সিটি কর্পোরেশন হওয়া পর্যন্ত....।দেশের কোন নেতা এমন করতে পেরেছেন????????
সিলেটের এমন কেউ নাই যে..........উনার অবদান অস্বীকার করতে পারে..............সিলেট শহরের প্রত্যেকটা রাস্তা আজীবন উনার অবদানের স্বাক্ষী হিসেবে থাকবে...............
আর সবচেয়ে বড় প্রমান হয়ে থাকবে আগামীকাল হতে যাওয়া উনার জানাযা................তা নিঃসন্দেহে স্মরণকালের বৃহত্তম হতে যাচ্ছে........
................একজন নেতা হিসেবে উনার অবদান উনার দোষ-ত্রুটিকে পুরোটাই ঢেকে দেয়.....................তাই উনি নি্ঃসন্দেহে এদেশের রাজনীতিবিদদের জন্য আদর্শ হয়ে থাকবেন............
সিলেটীরা তাই মনে করে.............অন্যেরা যাই মনে করুক না কেন...........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।