মরে যাবার জন্যে বেঁচে আছি, সুন্দর কিছু স্বপ্ন নিয়ে... কিভাবে রিসার্চ প্রোপজাল লেখা যেতে পারে? অনেক মাস্টার্স বা পিএইচডি তে আবেদনকারী শিক্ষার্থী এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় থাকেন। আমি কেবল তাদের কিছুটা ধারনা দেবার জন্যে চেষ্টা করলাম। মনে রাখবেন, এটার জন্যে বাঁধা-ধরা কোন নিয়ম নাই, তাই ভিন্নমত থাকা খুব স্বাভাবিক। যারা ভাল জানেন তারাও তাদের টিউটোরিয়াল লিখুন, তাহলে আমরা সবাই আরো উপকৃত হবো।
শিক্ষার্থীদের বলছি, কপি-পেস্ট প্রোপজাল থেকে দূরে থাকার চেষ্টা করুন।
নিজের মতো করে নিজের প্রোপজাল বানিয়ে নিন।
TITLE:
এমন একটি শিরোনাম দিন যা আপনার রিসার্চ প্রোপজালকে এক বাক্যেই পরিচয় করিয়ে দিতে পারে।
PROJECT AIMS:
আপনার রিসার্চের মূল উদ্দেশ্য এবং প্রত্যাশাকে (কি কি প্রশ্নের উত্তর পাবার আশা করেন) পয়েন্ট আকারে লিখে ফেলুন কোন রকম ত্যানা প্যাঁচানো ছাড়াই।
PROJECT SIGNIFICANCE
ব্যাখ্যা করুন যুক্তি সহকারে কেন আপনার প্রোপজাল গুরুত্বপূর্ণ। গবেষনার জগতে আপনার প্রস্তাবিত গবেষনাটির প্রয়োজনীতা এবং অবদান; এমন কি নতুন কোন গবেষনার দ্বার উন্মোচিত হবে কি না তাও যোগ করুন।
BACKGROUND / DESCRIPTION OF PROJECT (including key references)
কিছু সাম্প্রতিক জার্নাল পেপার (রিভিউ পেপারগুলা বেশ উপকারে দেয়) পড়ে নিজের মতো করে সামারাইজ করুন আপনার প্রস্তাবিত গবেষনার সর্বশেষ (আপনার জানামতে) অবস্থা। বিষয়টাকে এমনভাবে সাজিয়ে লিখুন যাতে মনে হয় সর্বশেষ অবস্থাতে যে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছেনা (কিন্তু খুব জরুরী) আপনার গবেষনা সেই প্রশ্নের উত্তর দিতে পারবে বা উত্তর খোঁজাকে খুব সহজ করে দিবে। তার মানে, সমস্যাগুলাকে তুলে ধরুন এবং আপনার কাজটি সমস্যা সমাধানে যে বিশেষ অবদান রাখবে সেটাকে হাইলাইট করুন। খুব জরুরী মনে হলে ছবি যোগ করতে পারেন। অবশ্যই রেফারেন্স দিতে ভুলবেন না।
রেফারেন্সগুলো যেন মান-সম্পন্ন হয় সেদিকে খেয়াল রাখুন। আপনার পূর্বের জ্ঞান এবং অভিজ্ঞতা কিভাবে আপনাকে গবেষনাটি সাফল্যের সাথে সম্পন্ন করাতে সাহায্য করবে তাও বলতে ভুলবেন না, কারন প্রস্তাব শুধু দিলেই হবেনা, ভালভাবে শেষ করার সামর্থ দেখানো দরকার।
PROPOSED APPROACH
এই অংশটা বাস্তবিকভাবেই গুরুত্বপূর্ণ। ধাপে ধাপে কিভাবে আপনি আপনার কাজটি শেষ করবেন তা লিখুন। কোন মেথডলজিতে, কি কি টেস্ট, ফিল্ড ওয়ার্ক (যদি দরকার হয়), এনালাইস, এমনকি যদি কোন অনুমতি প্রয়োজন হয় (বিশেষ করে প্রানিবিজ্ঞান সংক্রান্ত)।
বিস্তারিত লিখুন। মনে রাখবেন, আপনার কাজের জন্যে প্রয়োজনীয় ল্যাব ফ্যাসিলিটি আদৌ আছে কিনা, না থাকলে কিভাবে করবেন তাও ব্যাখ্যা করুন।
PROPOSED TIMETABLE
কর্মসূচীকে চার্ট আকারেও দিতে পারেন। সময়মত সব কাজ শেষ করার মতো করে তৈরী করুন।
POSSIBLE FUNDING OF PROJECT ACTIVITIES
এই ব্যাপারটা কোন কোন ক্ষেত্রে স্কিপ করা যেতে পারে।
পুরো প্রোপজালটি A4 সাইজের কাগজে ৫ – ৭ পাতার বেশি না হওয়াই ভাল।
কোন প্রশ্ন থাকলে ফেইসবুক গ্রুপে করলেই হবেঃ Scholarships for Bangladeshi Students Click This Link
শুভ কামনায়,
বিলাস আহমেদ খাঁন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।