আমি একাত্তুর দেখিনাই, একাত্তুরের সেই মর্মস্পর্শী হত্যাযজ্ঞ দেখিনাই, আমার লাখ ভাইয়ের রক্তে রাঙ্গানো রাজপথ দেখিনাই। দেখিনাই শকুনে খাওয়া নালা নর্দমায় পড়ে থাকা লাখো শহীদের লাশ!!! আমি আমার মা- বোন দের ইজ্জদ লুণ্ঠন হতে দেখিনাই। কিন্তু আমি সেই একাত্তুরের দালালদের দেখেছি, আমি সেই কুত্তাদের দেখেছি যারা আমাদের মা- বোন দের ইজ্জত লুণ্ঠন করেছিলো। আমি তাদের দেখেছি, যাদের সাহায্যে পাকিস্তানী কুত্তারা আমার সোনার বাংলায় হাজারো সোনার ছেলেদের লাশ বানিয়ে নালা নর্দমায় নিক্ষেপ করেছে, কুকুর শিয়াল দের পেট ভরিয়েছে! অথচ আজ সেই কুকুর দালাল এবং তার বীজ থেকে জন্ম নেয়া জামাত, শিবিররাই রাস্তায় বুক ফুলিয়ে হাটে!!! একাত্তুরের দালালদের মুক্তির জন্য আমার সোনার বাংলার রাজপথে নেমে স্বাধীন বাংলার রাজপথ রক্তাক্ত করে, দাঙ্গা হাঙ্গামা করে, মিটিং- মিছিল করে!!! এই লজ্জা আমি কোথায় রাখি? গৌরবময় এই মহান বিজয়ের মাসে আমরা সমস্ত রাজাকারদের ফাঁসি দেখতে চাই!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।