যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। একটি মেয়ে একটি ছেলের কাছে তেমন বেশি কিছু কি চায় বলুন?
মোটেও না! শুধু চায় ছেলেটি তাকে এবং শুধুই তাকে ভালোবাসুক!! এইতো চাওয়া! হ্যা, এটাতো ঠিক যে ছেলেটি যদি সত্যি মেয়েটিকে ভালাবাসে, তাহলে সে নিশ্চয় পথ-ঘটে অন্য মেয়ের দিকে তাকাবে না? তাইত! হ্যা, এটাও মেয়েদের জন্যে একটি Most Basic চাওয়া। Totally Fair তাইনা? আবার দেখুন, ছেলেটি যদি শুধু তাকেই ভালবাসবে, তাহলে সে নিশ্চয় ক্লাস মেট/ কলিগ/ পৃথিবীর যাবতীয় মেয়ে তাদের প্রতি কোনভাবেই আকর্ষিত হবেনা, তাই না? আর প্রশ্নই আসেনা যে ছেলেটা তাহলে হেসে হেসে কোনো মেয়ের সাথে কথা বলবে/ফ্লার্ট করবে! হম, মহা সত্য নয়কি? তো এসবই তো একটি মেয়ে চায় সবমিলিয়ে।
আর দেখুন, ছেলেটি যদি মেয়েটিকে ভালইবাসে, তাহলে সে নিশ্চয় যোগ্য? কারণ অযোগ্য/ভবিষ্যতহীন ছেলে কেন এসব ভালবাসা বাসির মধ্যে যাবে? তাই যুক্তিযুক্তক্ভাবেই তো মেয়েটি এসব চাইবে! ছেলেটি একটি ভালো চাকরি করে/বুয়েটে পড়াশুনা করছে/ মেডিকেল এ পরছে/ এন.এস.উ এ বি.বি.এ() করছে এসব চাওয়া কি আর বেশি? খুব বেশি হলে মেয়েটির ইচ্ছে থাকতে পারে যে ছেলেটি US./U.K./অস্ট্রেলিয়া অথবা ইউরোপ এ Setteled! এইত চাওয়া একটি মেয়ের । এর বেশি কি? এর কমই কি করে হয় বলুন? আবার চেহারা সুরত এর ব্যপারটাই ধরুন, ছেলেটি যদি তার থেকে অন্তত ইঞ্চি কয়েক লম্বা না হয় সেটা কি আর ম্যানলি লাগে বলুন? গায়ের রং অত্যন্ত ফর্সা না হোক, কালো নিশ্চয় হওয়া উচিত হবেনা? আর চেহারা টা দেখার মত না হলে নিজেই বা কি দুখে: যাবে ভালাবাসতে বলেতো ভায়া!? বাসায় মা-বাবার সাথেও তো পরিচয় করাতে হবে নাকি! আশ্চর্য! আপনারা কেউ কেউ হয়ত ভাবছেন একটি মেয়ে অনেক চায়! মোটেও না, এগুলো একটাও কি বাহুল্য নাকি! যাহোক মিনিমাম বলে একটা শব্দ তো আছে । তারপরে ধরুন ছেলেটা যদি যথেষ্ট হ্যান্ডসাম আর স্টাইলিশ না হয় বন্ধুদের সামনে কি করে মুখ দেখাবে মেয়েটি বলেন? অন্তত ex এর থেকে তো Better হতেই হবে!! যথেষ্ট রোমান্টিসিজম/হিউমার নাই যদি থাকলো তাহলে সেই বোরিং মানুষটার সাথে কি করে মেয়েটি জীবন কাটাবে বলেন? এসব খুবই বেসিক নিড ভায়া, কোনো ভাবেই যেন ভাববেন না যে মেয়েটি অনেক বেশি চায়, এগুলো ছাড়া একটা ছেলেকে কি ছেলে বলা আদৌ সম্ভব? At least ছেলে তো হতে হবে তাইনা? পার্সোনালিটি!! হম, ছেলেটির পার্সোনালিটি তো আকর্ষনীয় হতেই হবে! নাহলে চলবে কেন? আরো ধরেন যদি মনের কথা বলেন, অবশ্যই উদার মনের হতে হবে তাকে, আরে মাস শেষে বেতনের টাকাটা যদি হাতেই তুলে না দিল, তাহলে কিসের ভালবাসে ধুর! যথেষ্ট কেয়ারী আর প্রটেক্টিভ না হলে কি করে হবে বলেন দেখি? মেয়েটির শরীর এর সাথে কিছুর ছোঁয়া লাগতেই উড়ে যদি না অসলো, আঙ্গুল এ ছুরির স্পর্শ লাগতে না লাগতেই যদি এম্বুলেন্স না ডাকলো তাহলে কিসের পুরুষ আর কিসের ভালবাসা আজিব!? এসবই একটি সাধারণ মেয়ের অতি সাধারণ চাওয়া থাকে একটি ছেলের কাছে। কিছু পছন্দ করলো, কিন্তু কিনে দিলনা/ মুভিটা দেখতে চাইল কিন্তু উনার সময় নাই/ শপিং এ যেতে চাইল আর উনি অসুস্থ/ সিরিয়াল টা চলছে অথচ অনার ক্রিকেট দেখতে হবে, এসবের কোনো মানে হয়? এভাবে কি সংসার চলে? একটা মেয়ে কি এই সামান্য জিনিসগুলো চাইতে পারবেনা!? হ্যা, অবস্যই মেয়েটি জানে যে ছেলেটি অনেক ব্যস্ত, অফিসে অনেক কাজ থাকে, কিন্তু সেগুলো নিয়ে বাসায় কি? ল্যাপটপ এর ভিতরে কি আছে? বাসায় এসেই খুলে বসে কেন? যথেষ্ট সময় দেয়না কেন? যেখানে মেয়েটা সবসময় অপেক্ষা করে থাকে সেখানে ছেলেটির সময় থাকেনা এটা কি করে হয়? কিসের ভালবাসা তাহলে হুহ! এরকম দু একটা সামান্য বিষয় এর পাশাপাশি হয়ত ছোটখাটো আরো কিছু ব্যপার থাকে, যেমন, ল্যাপটপ এর পাসওয়ার্ড কি? ফোন টা পাসওয়ার্ড লক রাখার কি হলো!? ফেসবুক এর পাসওয়ার্ড টা নিজে থেকে দেয়না কেন!? আরো কোনো ID আছে নাকি? শার্ট এর এ জায়গায় একটু লাল মনে হচ্ছে!! অফিসে নতুন মেয়ে কলিগ এসেছে? ছেলেটির বিষয়ে এসব একদমই নিষিদ্ধ ব্যপার, নাহ, এই সামান্য জিনিস গুলো চাওয়া একটা মেয়ের জন্যে মোটেও অন্যায় না, অবশ্যই না।
তবে হ্যা, আর একটা ব্যপার রয়েছে, এই সামান্য জিনিস গুলো যদি পূরণ হয়ে যায় কোনভাবে (ব্যর্থ এই পুরুষ জাতি, অনেক সময়ই পারেনা, এটা পুরুষের সীমাবদ্ধতা) তখন মেয়েটি চোখে চোখ রেখে বলে, তমি আমায় একদমই ভালোবাসোনাগো এখন!!!!!
তবে হ্যা, মানতেই হবে একটা পুরুষের চাওয়া কিন্তু সীমাহীন।
একটা মেয়ের চাওয়া তো পুরুষের চাওয়ার কাছে পর্বত সম্মুখে কুটির ন্যায়!! প্রথমে পুরুষটি চায়, মেয়েটি অনেক সুন্দরী হোক আর একটা সময় পরে, "আর বেশি না জ্বালালেই চলবে !" ছিহ: আচ্ছা বলুন এত চাইলে হবে? Shame on পুং জাতি! কোনো বুদ্ধি বিবেচনা নাই অকস্মাত চেয়ে বসলেই হলো! আরে বাবা, তুই হলি পুরুষ! তোর চাওয়ার কি আছে? "কলুর বলদ" শুনিসনি বাছা? এখানে কলুর গাভী কেন ব্যবহার হয়নি এখনো বুঝবিনে????
যাহ! ঐযে তোর বউ ডাকছে!! লেজটা গুটিয়ে যাস! "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।