আমাদের কথা খুঁজে নিন

   

কিছু রোগি যা করেন

এইতো! কিছু রোগি আছেন যারা নিজেদের রোগের উপসর্গ বলার চেয়ে 'আমি অমুক-তমুক' কিংবা 'অমুক-তমুকের আত্মীয়' ইত্যাদি বলাটাই অধিক প্রয়োজনীয় বলে মনে করেন। প্রশাসন-পুলিশ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-সাংবাদিক ইত্যাদি পরিচয় জাহির করেন অধিক গুরুত্ব পাওয়ার আশায়। কিন্তু আমরা যারা ডাক্তার তারা রোগির পরিচয়ের চেয়ে রোগের পরিচয়টাকেই অধিকতর গুরুত্বপূর্ণ মনে করি। আর গায়ের জোরে কোন সেবা পাওয়া যায় না, বুদ্ধিবৃত্তিক সেবা পেতে হলে ডাক্...তারের প্রতি আস্থা ও বিনয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি গরুর মতো আচরণ করলে ডাক্তারও কিন্তু সুযোগমতো কসাই হয়ে উঠবেন যা আপনার অনুর্বর মস্তিষ্ক কখনোই টের পাবে না।

আর যেসব সাংবাদিক ভাইয়েরা ডাক্তার-রোগির সম্পর্কে অনাস্থার প্রাচীর তৈরিতে ক্রমাগত লিপ্ত, এর ফল কিন্তু তাদেরকেও ভোগ করতে হতে পারে। আপনাদের পরিচয় জানার কারণে কোন জুনিয়র ডাক্তার তার নিজস্ব ছোট হাসপাতালে তার রপ্ত জ্ঞানটি প্রয়োগ না করে 'এখানে উন্নত যন্ত্র নেই' ইত্যাদি বলে আপনাকে বড় হাসপাতালে রেফার করে ঝামেলামুক্ত থাকতে চাইতে পারেন। এই যানজটের দেশে আপনি হয়তো পথেই অক্কা পেয়ে যাবেন। অনাস্থার ব্যাপারটি না থাকলে আপনি সেই জুনিয়র ডাক্তারের কাছেই হয়তো বা বেঁচে যেতেও পারতেন। আমাদের মনে রাখা দরকার, অতি চালাকি আদতে অতি বোকামিই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।