আমাদের কথা খুঁজে নিন

   

হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল রে !!!

আউলা মাথার বাউলা পোলা। ১। মাঝরাতে ফোন করে ঘুম ভাঙ্গিয়েঃ "দোস্ত ঘুমাইছিলি ??" উত্তরঃ " না না , আমি আফ্রিকার বানর প্রজাতির বিবাহ বন্ধন প্রক্রিয়া নিয়ে ভাবতেছিলাম!! ২। সিনেমা হলে দেখা হলেঃ "আরেদোস্ত এখানে কি করিস??" উত্তরঃ "আমি সিনেমা হলে পপকর্ণ বেচার কাজ নিছি !! পপকর্ণ কিনবি একটা , প্লিজ??" ৩। বাসে ( পা মাড়িয়ে ) দিয়েঃ "সরি দোস্ত !! ব্যাথা পাস নাই তো ??" উত্তরঃ " না , ব্যথা পাব কেন??" আমার পায়ে লোহা বাধা আছে!! আর একবার পাড়া দে না প্লীজ!!" ৪।

TNT ফোনে কল করার পরঃ"দোস্ত , তুই কোথায় ??" উত্তরঃ " আমি মার্কেটে দোস্ত!! TNT ফোনটা আমার গলায় ঝুলিয়ে রাখছি!!" ৫। চুল ছোট দেখলেঃ " কিরে চুল কাটিয়েছিস নাকি??" উত্তরঃ " না না চুল কাটাই নাই!! এখন শীতকাল তো , গাছের পাতা ঝরার সাথে সাথে আমার চুল নিজে নিজে ছোট হয়ে গেছে !!" ৬। ভাত খাওয়ার সময়ঃ কীরে, খাচ্ছিস? উত্তরঃ ‍‍ ‍" না ভাতের চাউল ফুটাইয়া পোলাও বানানো যায় কি না সেই রেসিপি টেস্ট করতেছি" ৭। এই মাত্র কাধে ব্যাগ ঝুলিয়ে মেসে ঢুকলাম , দোস্ত তুই কখন আসতেছোস ? উত্তরঃ না দোস্ত আমি এখন ও আসি নাই , আরো দুই তিন ঘন্টা লাগতে পারে!! ৮। স্যামসাং গ্যালাক্সি এস থ্রি হাতে বন্ধুকে দেখেঃ দোস্ত, এইটা অনেক দাম দিয়ে কিনছিস, তাইনা? উত্তরঃ না, দাম দিয়া কিনুম ক্যান, রাইতের বেলা দোকানে গিয়া চুরি করছি।

প্রথম ৭ টা ফেচবুক থেকে। শেষেরটা আমার বানানো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.