A friend is one who takes me for what I am........
মিসরীয় সভ্যতা বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং রহস্যময় সভ্যতা। আর এই রহস্যমণ্ডিত সভ্যতার অপার নিদর্শন হচ্ছে পিরামিড। পিরামিড ও মমির রহস্য ভেদ করতে শত শত বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ। কিন্তু আজও সেই রহস্য উন্মোচনে সফল হয়নি কেউ। বরং যুগে যুগে নানা বিভ্রান্তিতে পড়তে হয়েছে।
মিসরীয় পিরামিডের ভেতরে প্রাপ্ত মমির মধ্যে সবচেয়ে আলোচিত মমি হচ্ছে বালক রাজা তুতেন খামেনের মমি। এই মমি আবিষ্কারের পর এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের রহস্যজনক মৃত্যু এই মমিকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে।
ফারাওদের ১৮তম রাজবংশের রাজাদের মধ্যে তুতেন খামেন ছিলেন ১১ বা ১২তম। তিনি ১৩৩৩ থেকে ১৩২৪ খ্রিস্টপূর্ব অব্দ। কারও কারও মতে ১৩৩৬ থেকে ১৩২৭ খ্রিস্টপূর্ব অব্দ পর্যন্ত মিসরের রাজত্ব করেন।
তিনি রানী আনখেসেনপাতিন নাম অল্প বয়স্ক এক যুবুতীকে বিয়ে করেন। গবেষকদের মতে রানী আনখেসেনপাতিন আসলে তুতেন খামেনের বোন ছিলেন। তুতেন খামেনের পিতার নাম ছিল আখেনাটেন। তার পিতার পরই তিনি সিংহাসনে বসেন। তার পিতা 'আতেন' (সূর্য দেবতা) নামক একটি নতুন ধর্ম প্রবর্তনের জোর প্রচেষ্টা চালান।
আখেনাটেন ও তার স্ত্রী নেফারতিতি পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একেশ্বরবাদ ধারনার প্রচলণ করেন। সেই সময়ে মিসরের লোকেরা বহু ঈশ্বরে আসক্ত ছিল। আগে মিসরের লোকেরা 'আমুন' (বায়ু এবং শ্বাস নিঃশ্বাসের দেবতা) এর উপাসক ছিল। তার পিতা তখনকার মিসরের জনগণের ওপর তার সৃষ্ট ধর্মটি চাপিয়ে দিতে চাপ প্রয়োগ শুরু করে এবং পূর্বের ধর্মীয় উপাসনালয় এবং স্থাপনাগুলো ধ্বংস করা শুরু করে। তার লক্ষ্য ছিল আমুন নামটি বিলুপ্ত করা।
ফলে তৎকালীন মিসরের জনগণের মধ্যে বিশৃক্সখলা সৃষ্টি হয়। তখন তার পিতা মারা যান কিন্তু কি কারণে কেউ জানে না। তবে অধিকাংশ গবেষকের মতেই তাকে হত্যা করা হয়েছিল।
খ্রিস্ট জন্মের শত শত বছর আগে মিসরে গড়ে উঠা মিসরীয় সভ্যতার রহস্যমণ্ডিত নিদর্শন পিরামিড। অবিশ্বাস্য হলেও সত্য যে, সবচেয়ে প্রাচীন হলেও সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র পিরামিডই এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
তখনকার যুগে মিসরের লোকেরা ফারাও রাজাদের নিজেদের দেবতা মনে করত এবং মৃত্যুর পর তাদের পরবর্তী জীবনে চলার জন্য সমাধিতে তার মমির সঙ্গে প্রচুর ধনসম্পদ দেওয়া হতো। তাদের ধারনা ছিল মৃত্যুর পর মৃত ব্যক্তি আবারো জীবিত হয়ে ওঠে। আর সেকারনেই মৃত্যুর পরের জীবনে তার সুখ-সমৃদ্ধি নিশ্চিত করার জন্য মমির সঙ্গে এসব ধন-সম্পত্তি দিয়ে দেয়া হতো। তবে মমির ভেতরের ধন-সম্পদকে চোরদের হাত থেকে বাঁচানোর জন্য ফারাও রাজাদের এসব সমাধিকে নিরাপদ করা হতো। সেখানে তৈরি করা হতো নানান ধাঁধাঁ।
আর সেই ধাঁধাঁ জটিল হয়ে ওঠতো পিরামিড আকৃতির কাঠামোর কারনে। কিন্তু এসব নিরাপত্তা চেষ্টা বেশির ভাগই ব্যর্থ হয়। প্রাচীন যুগের চোর-ডাকাতরা তাদের নিজস্ব পদ্ধতিতে ঠিকই সমাধির পথ খুঁজে বের করত এবং সব ধন-সম্পদ আত্মসাৎ করত। সেই একই কারণে অর্থাৎ গুপ্তধনের আশায় মিসরে গবেষকরা হন্যে হয়ে সমাধিগুলোতে ঘুরে বেড়াত। কিন্তু প্রকৃতপক্ষে মিসরের অতিপ্রাচীন স্থাপত্য আবিষ্কার বিষয়ক অভিযানগুলো পূর্ণাঙ্গ আঙ্গিকে শুরু হয় ১৮ শতাব্দীতে।
১৯ শতাব্দীতে এসে ইউরোপীয়রাও এ গুপ্তধনের সন্ধানে আগ্রহী হয়ে ওঠে। তখন তাদের অনুসন্ধানে প্রত্নতাত্তি্বক মূল্যের চেয়ে গুপ্তধনের লোভটাই প্রকট ছিল। বড় বড় ব্যবসায়ীরা এসব অনুসন্ধান কাজে অর্থ বিনিয়োগ করতো। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তাদের হতাশ হতে হয়। কারণ তারা গবেষণা করে কোনো সমাধি আবিষ্কার করে দেখত তাদের আগেই কেউ না কেউ গুপ্তধন সরিয়ে নিয়েছে।
১৮ শতাব্দীতেও সমাধিগুলোতে কোনো অভিশাপের অস্তিত্ব থাকতে পারে, তা সাধারণ মানুষ জানত না। কিন্তু ১৯ শতকের প্রথম দিকে ১৯২২ সালে হাওয়ার্ড কার্টার ও তার দল তুতেন খামেন নামক একজন ফারাও রাজার সমাধি এবং তাতে প্রচুর ধনসম্পত্তি খুঁজে পান। তারপর থেকেই সমাধিগুলোতে যে অভিশাপও বিদ্যমান থাকতে পারে তা সবার নজরে আসে। কারণ এ সমাধিটির প্রবেশপথে খোদিত ছিল একটি অভিশাপ। যা এখন সারা বিশ্বেই তুতেন খামেনের অভিশাপ নামে পরিচিত।
কেমন ছিল তুতেনখামেনের মমির আবিষ্কারের ঘটনা?
১৮৯১ সালের কথা। হাওয়ার্ড কার্টার নামক একজন অল্পবয়স্ক ইংলিশ প্রত্নতত্ত্ববিদ মিসরে পা রাখেন। মিসরের প্রাচীন স্থাপনা নিয়ে তার প্রচণ্ড আগ্রহ। কারণ স্থাপত্যশিল্পের এত প্রাচীন এবং সুসংবদ্ধ নমুনা পৃথিবীর আর কোথাও পাওয়া অসম্ভব। বছরের পর বছর তিনি কাজ করে গেলেন।
তার অদম্য শিল্পগুণকে কাজে লাগিয়ে রানী হাটসেপসুটের মন্দিরের দেয়ালের ছবিগুলোর নমুনা তৈরি করলেন প্রায় ছয় বছর ধরে।
মিসরে থাকাকালীন বছরগুলোতে তিনি তার প্রাপ্ত গবেষণা এবং অনুসন্ধান থেকে এটা অনুভব করছিলেন, কমপক্ষে একটি অনাবিষ্কৃত সমাধি এখনো মিসরে রয়েছে। আর তা হচ্ছে ফারাও রাজা তুতেন খামেনের সমাধি এবং তার ধারণাই সত্য হলো। নীলনদের পাশে থেবা পর্বতমালায় অবস্থিত কিংক উপত্যকা। সেখানে ৩ হাজার বছর আগে সমাধিস্থ করা হয়েছিল প্রায় ৪০ জন মিসরীয় ফারাওকে।
আর ১৯২২ সালে সেখানে সর্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রত্মত্বাত্তি্বক আবিষ্কার সংঘটিত হয়। এর আগে বহু বছর ধরে অনেক প্রত্মতত্ত্ববিদ ওই উপত্যকায় প্রচুর অনুসন্ধান চালিয়েছেন। জায়াগটি রীতিমতো চষে ফেলেছেন। তাই বিশেষজ্ঞদের ধারণা জন্মেছিল, সেখানে মূল্যবান আর কিছু পাওয়ার সম্ভাবনা নেই। তা সত্ত্বেও লর্ড কারনাভান নামের জনৈক উৎসাহী শখের প্রত্মতত্ত্ববদি কিংক প্রত্যকায় নতুন করে অনুসন্ধান কাজ চালাবেন বলে ঠিক করলেন।
এ কাজে তাকে সাহায্য করার জন্য তিনি এক প্রত্নতত্ত্ববিদ খননকারক নিযুক্ত করেন। ভদ্রলোকের নাম ছিল হাওয়ার্ড কার্টার। বেশ কয়েক বছর খনন কাজ চালিয়েও কার্টার কোনো কিছু আবিষ্কার করতে সক্ষম হলেন না। এক সময় বেশ হতাশ হয়ে পড়েন তিনি। ওদিকে পয়সা-কড়িও শেষ।
তাই সিদ্ধান্ত নেন ষষ্ঠ রেমেরেসের সমাধির পাশে এক জায়গায় আরও ক'মাস অনুসন্ধান কাজ চালিয়ে যাবেন তিনি। এতেও যদি কোনো কিছু আবিষ্কার করতে ব্যর্থ হন, তবে এ কাজ বন্ধ করে দেবেন। শুরু হলো মাটি খোঁড়া। নয় দিনের মাথায় তিনি সিল করা একটি চমৎকার সামাধি আবিষ্কার করলেন। সে সময় তার নিয়োগকর্তা কারনাভান তার সঙ্গে ছিলেন না।
তিনি তখনই কারনাভানকে টেলিগ্রাম করলেন। খবর পেয়ে ছুটে এলেন কারনাভান...........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।