আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি প্রেমী তরুণ তরুণীদের সাথে ওয়াইল্ড ট্রিপে আপনিও চলুন লাওয়াছড়া ও বাইক্কা বিলে

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন আগামী ৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর, ২০১২ শুক্রবার ও শনিবার এই দুইদিন নওয়াজেশ নলেজ সেন্টারের পক্ষ থেকে মৌলভীবাজারে বন্যপ্রাণীদের অভয়ারণ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক ও বাইক্কা বিলে একটি ওয়াইল্ড ট্রিপের আয়োজন করা হয়েছে। ট্রিপ প্লানঃ আমরা আগামী ৩০ তারিখ শুক্রবার (২৯ তারিখ, বৃহস্পতিবার দিবাগত রাত) ১২ টার পর মাইক্রোবাসে রওয়ানা হয়ে খুব সকালে গেস্ট হাউস হয়ে লাওয়াছড়া ন্যাশনাল পার্কে পৌছাব। শুক্রবার রাতে গেস্ট হাউসে থেকে পরের দিন খুব ভোরে বাইক্কা বিলে পাখি পর্যবেক্ষণে যাব এবং শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হব। আমাদের সাথে বন্যপ্রাণী গবেষক, অভিজ্ঞ পাখি পর্যবেক্ষক সহ একদল প্রকৃতি প্রেমী তরুণ তরুনী থাকবে। বন্যপ্রাণী দেখার ও পর্যবেক্ষণের জন্য আমাদের সাথে বই, ফিল্ড গাইড, বাইনোকুলার, জিপিএস সহ নানান উপকরণ থাকবে। মাত্র ২০ জন সদস্য সংখ্যা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১৫ জন বুকিং কনফার্ম করেছে আর মাত্র ৫ জন সদস্য নেয়া হবে। যারা আগ্রহী তারা আজই আমাদের সাথে যোগাযোগ করে বুকিং কনফার্ম করুন। সবার জন্য থাকবে একটি আকর্ষণীয় ওয়াইল্ড টি শার্ট!!!! রেজিস্ট্রেশন ফিঃ ২২০০ টাকা (যাওয়া আসা, একরাত থাকা, দুই দিন খাওয়া এবং টিশার্ট সহ) বিস্তারিত ও যোগাযোগঃ নওয়াজেশ নলেজ সেন্টার কসমস সেন্টার, ৬৯/১ নিউ সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা ১২১৭ ফোনঃ ৮৩১৫৪৪৭, ০১৯২২২০৩৭৮২ ইমেইলঃ www.facebook.com/nkcdhaka

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।