আমি একটা ব্লগ ওপেন করেছিলাম। নিক দিয়েছিলাম "বাঁশ ভাঙার আওয়াজ", বেশ কয়েকটা পোস্টও পোস্টাইছিলাম কিন্ত হায় ১২ তম দিবসে দেখিলাম আমাকে ব্যান করা হয়েছে। উল্লেখ্য যে আমি তখন জেনারেলও হইনি। তাই নিজ পোস্ট ব্যতীত অন্যের পোস্টে কোনো প্রকা আজেবাজে কমেন্ট করাও আমার পক্ষে দুঃসাধ্য ছিল। হে জনাব, একমাএ "বাঁশ ভাঙার আওয়াজ" নামের কারনেই যদি আমাকে ব্যান করা হয়ে থাকে তবে আমার প্রশ্ন আপনারা কিসের জোরে এই ব্লগকে মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির প্লাটফর্ম হিসেবে দাবী করেন? যেখানে আপনারা সামান্য ব্যঙ্গাতক একটি নিক কে সহ্য করতে পারেন না। আথচ ঠিকই তো মুক্তচিন্তার নামে ধর্ম অবমাননা মূলক পোস্ট কে স্টিকি করে রাখেন!!!হাজার ধিক্কার জানাই আপনাদের প্রতি এবং আপনাদের তথাকথিত মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধির প্রতি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।