ইয়াসির আরাফাতের দেহাবশেষ উঠানো হচ্ছে পুন তদন্তের জন্য। আসুন দেখি ইতিহাসে বিখ্যাত আর কে কে আছেন যাদের দেহাবশেষ উঠানো হয়েছে।
বিবিসি'র অনুপ্রেরনায় এই পোস্ট লিখতে গিয়ে উকিপেডিয়ার সাহায্য নিতে হয়েছে। দেখলাম ইতিহাস কত বিচিত্র !!!
Oliver Cromwell
তিনি ছিলেন একজন ইংরেজি সৈন্য এবং রাষ্ট্রনায়ক। ১৬৫৮ সালে ম্যালেরিয়া আর কিডনীতে পাথরের জটিলতায় মারা যান।
১৯৬১ সালে তার দেহাবশেষ উঠানো হয় এবং বিভিন্ন অপরাধে তাকে আবার মৃত্যুদন্ড দেয়া হয় (অন্য দুজন সহ ) এবং দেহ থেকে মাথা বিছিন্ন করে সে আদেশ কার্যকর করা হয়। ঐ মাথা ১৯৮৫ সাল পর্যন্ত ওয়েস্টমিনিস্টার হলে ঝুলিয়ে রাখা হয়।
Jesse James
নিজের পরিচয় লুকিয়েছেন এই অজুহাতে ১৮৮২ সালে মারা যাওয়া কুখ্যাত আমেরিকান আউটল জেসি জেমস এর দেহাবশেষ ১৯৯৫ সালে তোলা হয় ডিএনএ টেস্ট করার জন্য।
Haile Selassie
ইথিওপিয়ার শেষ রাজা কিং সলোমনের এর বংশধর, রাস্টাফারিয়ানদের দেবতা হিসাবে পরিচিত Haile Selassie'র দেহাবশেষ আবিস্কার করা হয় আদ্দিসআবাবা'র রাজকীয় প্রাসাদের এক টয়লেটের নীচ থেকে। ধারনা করা হয় ১৯৭৪ সালে তাকে আটকের পর মেরে ফেলা হয়।
২৫ বছর পর ২০০০ সালে তাকে পুনরায় দাফন করা হয়। (উকিপেডিয়াতে বিস্তারিত পড়ুন )
Evita
১৯৫০ সালে আজের্ন্টিনার সাবেক ফার্স্ট লেডী এভিটা পেরন মারা যাবার পর তার দেহ রাতের আধারে বু্যেনাস আয়ার্সের ট্রেড ইউনিয়ন সদর দফতর থেকে লাশ সরানো হয়। এরপর তার ঠিকানা হয় কখনও রাস্তায় দাড়ানো ভ্যানে, কখনও সিনেমার পর্দার পিছনে, কখনও নর্দমায়, কখনও গোয়েন্দা সদর দফতরে।
১৯৫৭ সালে ভ্যাটিক্যানের গোপন সহায়তায় তাকে ইটালীর মিলানে অন্যনামে দাফন করা হয়।
১৯৭১ সালে ২য় বারের মত স্পেনে দাফন করা হয়।
১৯৭৩ সালে ৩য় বারের মত আজের্ন্টিনায় দাফন করা হয়।
Charlie Chaplin
১৯৭৮ সালে দুই পাবলিক Charlie Chaplin এর দেহ তুলে এক ভুট্টা খ্খেতে লুকিয়ে রেখে তার আইনজীবির কাছে অর্থ দাবী করে।
তিন মাস পর ঐ কবরচোরদের ধরা হয় আর Charlie Chaplin এর দেহাবশেষ কংক্রিটের ব্লকের নীচে কবর দেয়া হয়।
Christopher Columbus
কলম্বাস আমেরিকাতে সমাহিত হবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু পছন্দসই গীর্জা না পাওয়াতে তাকে ১৫০৬ সালে স্পেনে'র ভেলেডিড শহরে সমাহিত করা হয়।
এর পর নেয়া হয় সেভিয়া শহরের এক মনেস্ট্রিতে।
১৫৪২ সালে তার দেহাবশেষ হিস্পানিওয়ালা'র সান্টো ডোমিংগো (ডোমেনিকান রিপাবলিকের রাজধানী) তে সমাহিত করা হয়।
১৭শ শতাব্দীর শেষে তাকে কিউবাতে সমাহিত করা হয়।
১৮৯৮ সালে তাকে আবার সেভিয়াতে ফেরত আনা হয়।
তার ডিএনএ নিয়ে অনেক কাহিনী বর্তমান।
Che Guevara
আমার প্রানপুরুষ।
১৯৬৭ সালে তাকে গুলি করে মারা'র পর অজানা জায়গায় সমাহিত করা হয়।
হত্যাকান্ডের সাথে জড়িত এক বলিভিয়ান জেনারেলের ভাষ্যনুযায়ী ১৯৯৫ সালে এক এয়ারপোর্টের রানওয়ের নীচ থেকে তার দেহাবশেষ উদ্ধার ক'রে ১৯৯৭সালে কিউবাতে পুর্ন মযাদায় সমাহিত করা হয়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।