বছরের প্রথম ছাতা মাথায় রাস্তায় নামা , বছরের প্রথম ছাতায় বৃষ্টির টিপ টিপ শব্দ শোনা ;পুনশ্চ - পলিটিকাল ব্যাপার নিয়ে আর ব্লগ দিবনা, সবাই আমার ভাই , সত্যি কথা বললে কোন পক্ষের কোন ভাইকে কষ্ট পাবে সেটা দিতে চাইনা :) ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ দু’বছর ক্যান্সারে ভোগার পর পরলোকগমন করেছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস ম্যাদুরো চ্যাভেজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ভেনিজুয়েলার জাতীয় টেলিভিশনে অশ্রুসজল চোখে এ ঘোষণা দেয়ার সময় ম্যাদুরোর সঙ্গে দেশটির শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানী কারাকাসের সামরিক হাসপাতাল থেকে এ ঘোষণা দেন তিনি। বাষ্পরুদ্ধ কণ্ঠে ম্যাদুরো জানান, মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪-২৫ মিনিটে চ্যাভেজ পরোলোকগমন করেছেন।
আগামী শুক্রবার চরম সাম্রাজ্যবাদ বিরোধী এ নেতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। চ্যাভেজের মৃত্যুতে ভেনিজুয়েলায় সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং রাজধানী কারাকাসের রাস্তায় শোকাচ্ছন্ন মানুষের ঢল নেমেছে। রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে।
ম্যাদুরো অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দেশটির সেনাবাহিনী এরই মধ্যে তার প্রতি সমর্থন জানিয়েছে।
দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ম্যাদুরো ঘোষণা করেছেন।
চ্যাভেজের মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ম্যাদুরো বলেছেন, সাম্রাজ্যবাদী শত্রুরা যে চ্যাভেজের দেহে ক্যান্সারের সংক্রমণ ঘটিয়েছে তা একদিন বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যাবে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই যে, কমান্ডার চ্যাভেজের ওপর এ অসুখের হামলা চালানো হয়েছে। ভেনিজুয়েলার পুরনো শক্ররা চ্যাভেজের স্বাস্থ্য নষ্ট করার পথ খুঁজে বেরিয়েছে বলে জানান তিনি।
৫৮ বছর বয়সী চ্যাভেজ গত ১৪ বছর ধরে ভেনিজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত বছরের অক্টোবরে আরো ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেও স্বাস্থ্যগত কারণ শপথ গ্রহণ করতে পারেননি তিনি।
ক্যান্সার চিকিতসার জন্য কিউবার রাজধানী হাভানায় গত ডিসেম্বর চ্যাভেজের দেহে অস্ত্রোপচার করা হয় এবং ১৮ ফেব্রুয়ারি ভেনিজুয়েলায় ফিরে আসেন তিনি।
গত ডিসেম্বর থেকে চ্যাভেজকে আর জনসম্মুখে দেখা যায়নি।
২০১১ সালের মাঝামাঝি সময়ে চ্যাভেজের শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর গত ১৮ মাসে তার দেহে চারবার অস্ত্রোপচার করা হয়।
# ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।