সবটাই চাই। তুমি নয় খানিকটাই দিও,তাও না পারো তো-কিছুই চাইনা। তবুও সবটাই চাইতে চাই। চাইতে দিও.. আজ টিভির খবর দেখে আপনা থেকেই গুমরে কান্না পেয়েছিল এখন ঠিকও হয়ে গেছে আমার মন কিন্ত যাদের স্বজন চলে গেছে তাদের যে কি অবস্থা তা বুঝার ক্ষমতা আমাদের কারো নেই। কতোটা অনিয়ম আর অবহেলা থাকলে এরকম দুর্ঘটনা ঘটে তা কতো বার ঘটে প্রমান দেবে এ দেশ ও দুঃখী জনগন ?? আমারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আজ ৪০ বছর হলো কিন্ত জাতী নির্মাণ করতে পারিনি।
এর দায় ভার কি রাজনীতিবিদরা এরাতে পারে ??
ফেসবুক আর ব্লগে অনেকে লাইক পাবার খাতিরে হয়তো কেউ কেউ দুঃখে ঘৃণায় রাগে শোক শিয়ার করেছেন। কিন্ত আমার লজ্জা পাচ্ছে একটা দেশের নীতিনির্ধারনিরা কতোটা স্বেচ্ছা চারি আর অহেলা করলে এরকম ঘটে। আমার ভাষা জানা নেই এই শোকের কথা কি ভাবে করলে যথার্থ সঠিক হবে। দেশ পরিচালনায় দায়িত্বে থাকা মাননীয় প্রথান মন্ত্রী শেখ হাসিনা কতো চমৎকার করে বলে দিলেন। দুর্ঘটনা ইস্থলে খুব তারাতারি আমি আমার পুলিশ বাহিনী, দমকল বাহিনী পাঠিয়ে দিয়েছি।
তারা খুব তারাতারিই লাশ গুলি তাদের স্বজনদের কাছে পৌছে দিয়েছে। এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০/২০ হাজার করে টাকা দিয়ে দিতে ঘোষণা করেছি।
বাহ মাননীয় প্রধান মুন্ত্রি তারিফ আপনার করতেই হয়। কি সুন্দর ব্যাবস্থা আপনি নিয়েছেন। আপনার মন্ত্রীরা বলে তদন্ত টিম গঠন করা হয়েছে।
তদন্ত করে দেখা হবে আগুন না নাশকতা। তারপর কি করবেন ?? তা কেন বলেন না। বলি কি মাননীয় প্রধান মন্ত্রী একজন মানুষের জীবন কি এতোই সস্তা যার দাম মাএ ১০/২০ হাজার টাকা ? এ লিখা আমি যখন লিখছি আমার লজ্জা লাগছে আপনার ক্যান লজ্জা লাগেনা ? আপনি না শফত নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন যে জনগনের জান মালের নিরাপত্তা দিবেন ? নাকি গরীব নিচু তলার মানুষ গুলি আপনার হিসাবে জনগনের মধ্যে পরেনা ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।