টেলিটক কতজন ব্যবহারকারিকে সেবা দেয় ............যে নেট্ওয়ার্ক থাকে না, কাভারেজ থাকে না । ২জি নেট স্পিড পায় না । ৩জি ব্যবহার করার আগে এসব কথা মনে পড়লে মনে হয় বাংলালিংক, জিপি, রবি ই এখন পর্যন্ত খারাপের দেশে ভাল আছে । এদের কর্মচারিরা মনে হয় শুধু খায় আর ঘুমায় । তাদের ৩জি থাকা সত্ত্ব্ওে এ নিয়ে আরো ভাল সেবা দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোন নড়াচড়া নেই ।
ক্যাপাসিটি বাড়ানোর চেষ্টাতো নাই যা আছে তা্ও মনে হয় দিন দিন মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে বা গেছে । অন্য অপারেটরদের ৩জি সেবা দেওয়ার সুযোগ দিলে পারে । তা না করে নিজের পারে না অন্যকে ও খেতে দেয় না । বাজে মন মানসিকতা । কতদিন পরীক্ষামূলক সম্প্রচার করলে তারা শিখতে পারবে ৩জি সম্পর্কে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।