একা পাখি বসে আছে, দূর নীলিমার পানে তাকিয়ে... বাতাসে পোড়া মাংসের গন্ধ। পুড়ে অঙ্গার হয়ে কাবাব হয়ে গেছে ১২৪ জন মাত্র!!! পোড়া দেহগুলো চেনার উপায় নেই বললেই চলে। জীবিত মা-বাবা-ভাই-বোন-স্বজনেরা মৃত মা-বাবা-ভাই-বোন-স্বজনের পোড়া শরীরটা অন্তত পেতে চায়। শেষবার বুকে জড়িয়ে ধরার জন্য। কিন্ত পারবে কি তারা তাদের ইচ্ছা গুলো পূরন করতে? আসলে আমরা কোন দেশে বাস করি? ফ্লইওভার ভাংগা, গার্মেন্টস কারখানায় আগুন এভাবেই কতশত প্রাণ যে হারিয়ে যাচ্ছে তার হিসাব কে রাখে? আমরা কি আশা করতে পারি না একটি নিশ্চিন্ত জীবন? নাকি এটা একটা ভূল চাওয়া আমদের? শুধু ভোটের সময় আমাদের দাম বাড়ে, আর কত দিন চলবে আমাদের নিয়ে এই রাজনীতি? আর বাকি দিন গুলো নিকৃষ্ট প্রানীর মত থাকতে হয়। আল্লাহ আমদের ক্ষমা কর, বিপদ রক্ষা কর। আবারও খারাপ খবর...বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের ছবি নিয়ে পোষ্ট...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।