আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।
"বিসমিল্লাহির রহমানির রহিম। "
প্রতিবেশীর আচরনে প্রতি্বশী জানতে পারে প্রতিবেশীর ভাল-মন্দ।
বিধায় আচরনেই প্রমানিত হয়ে যায় মন্দ বা সৎ ও উত্তম প্রতিবেশী কারা।
এর প্রমান সহীহ হাদীস শরীফের মধ্যেই পাওয়া যায়।
নাবী (সঃ) বলেন,
"আল্লাহর নিকট সেই সাথী উত্তম যে নিজ সাথীদের নিকট উত্তম। আল্লাহর নিকট সেই প্রতিবেশী উত্তম যে নিজ প্রতিবেশীর নিকট উত্তম। " -বুখারী আদাবুল মুফরাদ।
ইবন মাসউদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ " এক ব্যক্তি নাবী (সঃ) এর নিকট বললোঃ হে আল্লাহর রসুল! আমি ভালো করছি না মন্দ করছি তা কি করে জানবো? নাবী (সঃ) বললেনঃ যখন তোমার প্রতিবেশীদের বলতে শুনবে যে, তুমি ভালো করেছো, তবে প্রকৃতই ভালো করেছো, আর যখন প্রতিবেশী বলবে তুমি মন্দ করেছো তবে মনে করবে তুমি মন্দ করেছো। " ইবনু মাজাহ।
নাবী (সঃ) আরও বলেছেন,"একজন মুসলমানের জন্য
বাসভবন, সৎ প্রতিবেশী ও আরামদায়ক বাহন সৌভাগ্যের নিদর্শন। "
বুখারী আদাবুল মুফরাদ।
উত্তম প্রতিবেশী সম্পর্কে রসুল(সঃ) আরও বলেছেন,
"আল্লাহ তা'য়ালা একজন সৎকর্মশীল মুসলমানের কল্যানে তার প্রতিবেশীর মধ্য থেকে একশোটি পরিবারকে বিপদ-মুসিবত থেকে রক্ষা করেন। এরপর তিনি সূরা আল বাকারার ২৫১ নং আয়াতের নিম্নের অংশটুকু তিলাওয়াত করেন--"আল্লাহ তা'য়ালা যদি কিছু লোককে অপর
কিছু লোক দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী অরজকতায় ভরে যেত। "
এবার আসুন আমরা দেখি নিকৃষ্ট প্রতিবেশী সম্পর্কে কি বলা হয়েছেঃ
প্রতিবেশী যেহেতু সুখের ,দুঃখের সাথী তাই প্রতিবেশী খারাপ হলে বড়ই দুর্ভাগ্য।
নাবী (সঃ) মন্দ প্রতিবেশীর পরিচয় বলে দিয়েছেন এবং তাদের
থেকে আল্লাহর নিকট আশ্রয় চেয়েছেন।
আবু মুসা (রাঃ) হতে বর্ণিত, রসুল (সঃ) বলেছেন,
" কোন ব্যক্তি তার প্রতিবেশী, তার ভাই এবং তার পিতাকে হত্যা না করা পর্যন্ত কিয়ামত হবেনা। " বুখারী আদাবুল মুফরাদ। "
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত; নাবী (সঃ) এর একটি
দু'আ হলোঃ" হে আল্লাহ! আমি আমার আবাসস্থলে তোমার নিকট দুষ্ট প্রতিবেশী থেকে আশ্রয় চাই। কেননা দুনিয়ার প্রতিবেশীতো পরিবর্তন হয়ে থাকে।
" বুখারী আদাবুল মুফরাদ। "
এ প্রসংগে আল্লাহর রসুল(সঃ) আরও বলেন,
"তিন ব্যক্তি চরম বিপজ্জনকঃ (১) এমন নেতা যার সাথে ভালো ব্যবহার করলেও কৃতজ্ঞতা প্রকাশ করেনা,আবার কোন ভুল করলে ক্ষমাও করেনা।
(২)এমন অসৎ প্রতিবেশী , যে উপকার পেলে লুকিয়ে ফেলে,আর অন্যায় কিছু পেলে তা সর্বত্র প্রকাশ করে। (৩০) এমন স্ত্রী ,যার কাছে থাকলে কষ্ট দেয়, আর যার কাছ থেকে দূরে গেলে বিশ্বাসঘাতকতা করে। "
"তবারানী,আত-তারগীব ওয়াত-তাহরীব ৩য় খন্ড ১৩০৫নং।
"
আসুন আমরা সকলেই আমাদের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করি।
আল্লাহ আমাদের আচরনকে সৎ প্রতিবেশীর গুণাবলীর মধ্যে অর্ন্তভূক্ত করুন,এই দোয়া কামনা করে শেষ করছি।
আল্লাহ হাফিজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।