মিয়ানমারের ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে দেড় হাজার শ্রোতার সামনে ভাষণ দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সামনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে তিনি ওবামার ভাষণ শুনছিলেন না, ঘুমাচ্ছিলেন!
গত সোমবার প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মিয়ানমার সফর করেন ওবামা। সফরকালে ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে তিনি মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে ঐতিহাসিক ভাষণ দেন। এসময় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির পাশে বসে থাকলেও ঘুম আটকাতে পারেননি হিলারি।
আর সেটাই ধরা পড়ে সিএনএনের ক্যামেরায়।
ভিডিওতে দেখা যায়, ক্লান্ত হিলারি ওবামার ভাষণের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তিনি চোখ খুলে রাখার জন্য ‘যুদ্ধ’ করছিলেন। ভিন্ন টাইমজোনে দীর্ঘসময় বিমানভ্রমণের ক্লান্তির (জেট-লাগ) কারণেই হিলারি ঘুমিয়ে পড়েছিলেন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেসব পররাষ্ট্রমন্ত্রীরা সবচেয়ে বেশি বিদেশ সফর করেছেন,তাদের মধ্যে হিলারি ক্লিনটন অন্যতম।
মূল প্রতিবেদন এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।