রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই গত কাল সমাপনি পরীক্ষার বাংলা প্রশ্ন ফাস হইছে । আর কত ? কি দুর্গতি যে আছে ভবিষ্যতে বুজতে পারতেছিনা , সামান্য প্রাইমারী পরীক্ষার প্রশ্ন ফাস হয়। হালা বিজি প্রেস এর সবগুলারে জ্বালাইয়া দেওয়া দরকার। কয়দিন পরে পরেই এরা এমন কাজ করে কিছু দিন আগে বি,সি,এস, এর প্রশ্ন ও ফাস করছিল। এর মাধ্যমে আমাদের তথা পুরা জাতীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । এই লজ্জা কই থুই, সবগুলার রগে রগে দুর্নীতি । আমি আর এই দেশে থাকুম না, কই যাওয়া যায় ভাবতাছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।