আমাদের কথা খুঁজে নিন

   

Double Standard নীতি

আমি খুব সাধারণ একজন।আমার অবুঝ মন।কি যেন চায় সারাক্ষণ।কখনো পায়,কখনো পায় না।। যেসব মেয়েরা সামান্য কিছু টাকার বিনিময়ে পতিতালয়ে দেহ বিক্রি করে সমাজ তাঁদের পতিতা বা বেশ্যা বলে, ঘৃণা করে, দেখলে দশ মাইল দূর দিয়ে হাটে কিন্তু হাজার টাকার বিনিময়ে যারা দেহ বিক্রি করে সমাজ তাঁদের বলে সোসাইটি গার্ল, যারা আর একটু বেশী দামে দেহ বিক্রি করে সমাজ তাঁদের বলে পার্টি গার্ল, যারা আরও বেশী দামে দেহ বিক্রি করে সমাজ তাঁদের বলে মডেল গার্ল বা অভিনেত্রী। সমাজের অনেকের অনেকের চোখে এরা আবার ড্রিমগার্ল!!! সবচেয়ে ভয়াবহ হচ্ছে তথাকথিত শিক্ষিত মেয়েরা যখন রাস্তা দিয়ে দেহ দেখিয়ে দেখিয়ে বেড়ায়, দিনে দুপুরে বয়ফ্রেন্ডের কোলে বসে আড্ডা দেয় এবং মাঝে মাঝে সেই বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যায় সমাজ তখন তাঁদের বলে আধুনিক মেয়ে!!!! সমাজ ধিক তোমার ঐ Double Standard নীতিকে!!!! i i সংগৃহিতii

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।