বিশ্বের সবচাইতে শক্তিশালী সম্পর্ক হচ্ছে মা এবং সন্তানের সম্পর্ক । একজন
মা সর্বদা তার সন্তানের জন্যে জীবন দিতে প্রস্তুত । বাবা কিংবা ভাই-বোনের
সম্পর্ক টাও অনেক শক্তিশালী ।
কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে , "নিজে বাঁচলে বাপের নাম । "
জীবন মরণ প্রশ্নে সবারই নিজের জীবনটাই আগে ।
যখন কোন বাড়িতে কিংবা এলাকায়
আগুন লাগে তখন সবায় নিজের জীবন নিয়েই দৌড়ায় । আপনজনের খোজ মনে হয় না কেউ
নেয় ।
কিন্তু একদল মানুষ আছেন যারা সর্বদা নিজের জীবন বাজি রেখে পৌছে যায় আগুন
লাগা জায়গায় । আগুনের লেলিহান শিখা উপেক্ষা করে মানুষদের জীবন বাচান ।
তারা কোন সুপার হিরো নন তারা বাংলাদেশের ফায়ার সার্ভিস ।
তাদের প্রতি
জানাচ্ছি অনেক শ্রদ্ধা
যেভাবে আগুন লাগা প্রতিরোধ করবেন : গ্যাসের চুলা প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন
, গ্যাসের সুইচ বন্ধ রাখুন , বৈদ্যুতিক সংযোগ ঠিকমত লাগান । আরেকটা জরুরি
কাজ করুন , আপনার বাড়িতে বৈদ্যুতিক মেইন সুইচের মত একটি গ্যাসের মেইন
সুইচ বানান । মনে রাখবেন গ্যাসের সুইচ বন্ধ না করলে আগুন নেভানো মোটামোটি
অসম্ভব ।
আগুন লাগলে যা করবেন : নিকটস্থ ফায়ার সাভির্সের কাছে কল করুন । নাম্বার
না থাকলে সংগ্রহ করুন ।
তবে আমি আপনাদেরকে ঢাকার প্রধান কার্যালয়ের
নাম্বারটা দিতে পারি । আপনার (শুধুমাত্র) ল্যান্ডফোন থেকে ডায়াল করুন ১৯৯
(199) অথবা আপনি যদি গ্রামীণফোনের গ্রাহক হয়ে থাকেন তাহলে ডায়াল করুন ১০২
(102) । অথবা আপনার যেকোন নাম্বার থেকে ডায়াল করুন (02)9555555 । অথাত্
৯ লিখে ছয়টা ৫ লিখুন এবং আগে কোড নাম্বার ০২ বসান ।
অবশেষে সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করছি ।
:-)
-(ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স আয়োজিত কনসার্টে একজনের দেওয়া বক্তৃতা
অনুসারে লেখা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।