বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন
নীলপরী
অনেকেই তাদের প্রিয়জনকে হয়ত আদর করে নীলপরী বলে ডাকে কিন্তু বন্যপ্রাণী জগতে সত্যিই এক নীলপরী আছে। আর নীলপরীটি আমাদের দেশেও পাওয়া যায় যা দেখতে পাওয়া পখি প্রেমিদের কাছে খুবই ভাললাগার এক মুহুর্ত।
এশীয় নীলপরী (বৈজ্ঞানিক নাম: Irena puella) (ইংরেজি: Fairy-bluebird) বা নীলপরী Irenidae (ইরেনিডি) গোত্র বা পরিবারের অন্তর্গত। এশীয় নীলপরীর বৈজ্ঞানিক নামের অর্থ শান্ত বালিকা (গ্রিক eirene = শান্ত; ল্যাটিন puella = বালিকা)।
এই পাখিটি সবসময় গাছের মগডালে এবং ঘন জঙ্গলে বেশী থাকে।
প্রায় সব পাখির মত এই পাখিরও পুরুষ নারীতে ভিন্নতা আছে দৈহিক গত ভাবে। পুরুষ নীলপরী পাখিটা উজ্জল বেগুনি মিশ্রিত নীল রংয়ের এবং চোখের নীচে এবং ডানায় কালো রংএ সজ্জিত দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। মেয়ে নীলপরী একটু মলিন নীল সবুজ এবং বাদামী কালো ঠোট। পুরুষ নারী দুই পাখিটারই চোখ লাল। এর ইংরেজি নাম ফেইরি ব্লু বার্ড।
মিশ্র চিরসবুজ বনে এরা বেশী থাকে। ফুলে ফলে ভরা গাছে এরা বিচরন করে বোড়ায়। ফুলের রেনু, পাকা ফল এরা খুব বেশী পছন্দ করে। জানুয়ারী থেকে জুনের মধ্যে এরা প্রেমে আবদ্ধ হয় প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। প্রতিবার ২-৩ টা ডিম পাড়ে এবং ডিমগুলি জলপাই রংয়ের এবং বাদামী ছাপযুক্ত খুব সুন্দর।
মেয়ে পাখি একা একা ডিমে তা দেয়।
বাংলাদেশের মিশ্র চিরসবুজ বন এলাকা সিলেট ও চট্রগ্রামে এদের বসবাস। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, চীন, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশীয়া, মলোয়েশীয়ায় এদের দেখতে পাওয়া যায়।
আপূর্ব সুন্দর এই পাখিটি বন ধ্বংসের সাথে সাথে বাংলাদেশ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন হয়ত আর এদের দেখা যাবে না।
এদের সংরক্ষনে বাংলাদেশ বন বিভাগের সাথে আমাদের সবারই সচেতনতার প্রয়োজন।
সোনাবউ
বিবাহিত পুরুষরা অনেকেই হয়ত সুখের সময় তাঁদের বউদের আদর করে 'সোনাবউ' বলে ডাকেন। সোনাবউ নামটি খুব সুন্দর কিন্তু তাঁর চেয়েও বেশী সুন্দর 'সোনাবউ' পাখি যা আমাদের দেশে আছে। এই পাখির ইংরেজি নাম Golden Oriole (Oriolus oriolus)। এটি একটি গায়ক পাখি (passerine birds) যা Oriolidae গোত্রের অন্তর্গত।
কেউ কেউ এঁকে হলদে পাখি বা বেনেবউ বলেও ডাকে।
এই পাখির গায়ের রঙ খুব সুন্দর হলুদ বর্নের। চোখে কাজলের মতো কালো দাগ চিহ্ন যা তাঁর রুপ আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ডানায় ও লেজের কিছু পালক কালো যা দেখতে খুব সুন্দর।
আমাদের দেশে খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মাঝে মাঝে দেখা গেলেও বাংলাদেশে এটি তেমন দেখা যায় না।
তবে এশিয়া, আফ্রিকা, ইউরোপে এর বিশাল বিস্তৃতি রয়েছে।
ছবিঃ ইন্টারনেট ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।