আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীকে বহিষ্কার বিষয়ক প্রথম আলো রিপোর্ট। আছেন কোন আইনজীবী শিশু অধিকারের জন্য লড়বেন এবং নিজেকে ও প্রতিষ্ঠিত করবেন?

প্রথম আলোর রিপোর্ট লিঙ্ক এখানেঃ Click This Link কি আজব কথা। আমি আশ্চর্য, মর্মাহত, বিমর্ষ এবং প্রচণ্ড রকম ক্রোধান্বিত । এটা কি করে সম্ভব । কেন এই নিয়ম থাকবে যে একটা ১০ বছরের বাচ্চাকে পরীক্ষার হল থেকে বহিস্কার করবে । এটা যে কত বড় শিশু অধিকার পরিপন্থী কাজ এটা এমন কি শিক্ষা মন্ত্রনালয় ও কি জানে? কেউ কি এই বহিস্কার এর সঙ্গে জড়িত শিক্ষক, স্কুল, শিক্ষা বোর্ড এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন? কোন আইন পেশাজীবী কি স্বপ্রনোদিত হয়ে মামলা করে এর জবাবদিহিতা চাইবেন? একটা কোমলমতি শিশুর সঙ্গে এই আচরন কোনভাবেই কাম্য হতে পারে না।

হতে পারে সে নকল করেছে। একবার, দুবার বা তিনবার। বাচ্চা অথবা বড়রা সবাই সুযোগ নেবেই যদি সুযোগ পায়। সেই সুযোগ তারা কিভাবে পায়? একটা পরীক্ষার হলে দুজন শিক্ষক যদি অনবরত পায়চারী করতে থাকেন আর ঘাড় ঘুরাতে থাকেন তা হলেই এই শিশু পরীক্ষার্থীদের নকল করার চিন্তা করতে পারার কথা নয়। পরীক্ষার্থীকে নকল করার কত পরিবেশ দিলে সে নকল করার চেষ্টা করবেই ।

কাউকে অন্যায় করার সুযোগ সৃষ্টি করে দেয়া মানে তাকে অন্যায় করতে প্রলুব্ধ করা ও। তাই একটা শিশু নকল করেছে মানে এটা শুধু ওই শিশুটির দোষই নয় । তাকে যে নকল করার সুযোগ করে দিয়েছে এটা তার ও দোষ (এক্ষেত্রে ওই শিক্ষক ও দোষী যে ওই পরীক্ষার হলে টহলরত ছিল) । আর এমন কি বারবার নকল করার শাস্তি হিসেবে ও কোনভাবেই একটা শিশুকে পরীক্ষার হল থেকে বহিস্কার করা যেতে পারে না। এটা শিশুর মানসিক অবস্থার জন্য মারাত্মক ক্ষতিকর।

শিশুর বেড়ে ওঠার পথে অন্তরায়। নকল করার অপরাধে কোন আইন শিশুর বেড়ে উঠার পথকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। এটা শিশু অধিকারের সম্পূর্ণ পরিপন্থী । আমি আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো এই দিকে নজর দিবেন এবং শিশুকে পরীক্ষার হল থেকে বহিস্কারের এই নিয়ম বন্ধ করবেন। শিশুদের এই বলে সাবধান করা যায় যে, যদি কেউ নকল করে তাহলে তার উত্তর পত্রে লিখে দেয়া হবে যে এই নির্দিষ্ট উত্তরটি সে নকল করে লিখেছে তাহলে সে ওই উত্তরের জন্য কোন নম্বর পাবে না।

তবে তাকে অবশ্যই পরীক্ষা চালিয়ে যেতে দিতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.