আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন মদদে ইসরাইল কর্তৃক গাজায় গণহত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভে যোগ দিন

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির মদদে ইসরাইল কর্তৃক গাজার নিরস্ত্র নিরীহ অবরুদ্ধ মানুষের উপর লাগাতার বিমান হামলার মধ্য দিয়ে গণহত্যা চালানো হচ্ছে। যত দিন যাচ্ছে গাজা থেকে প্রাপ্ত ভয়াল ও হৃদয়বিদারক ছবির (এবং হাহাকারের) সংখ্যা ততই বেড়ে চলেছে। বিশ্ব চালকরা যতই রণবিরতির আশা দেখাক রয়টার্স এর সাংবাদিকরা জানাচ্ছেন ইসরায়েলের মনোপুতভাবে পরিস্থিতির উন্নতি না হলে তারা আকাশ পথের হামলাতেই সীমাবদ্ধ থাকবেন না। ৪৮-৭২ ঘন্টার মধ্যে স্থলসেনাদের দ্বারা আক্রমন চালানোর জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করছে তারা। বুধবার থেকে এ পর্যন্ত ১৫০ টি লাশ দেখেছে ইসরায়েল-গাজা যুদ্ধ।

যদিও অনেকেই এটাকে যুদ্ধ বলতে নারাজ। যে দেশের কোনো বিমান নেই, বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থা নেই, নৌবাহিনী নেই, কামান নেই , ট্যাঙ্ক নেই তাদের উপর অত্যাধুনিক যুদ্ধ বিমান ও অস্ত্র নিয়ে হামলা করাকে নোয়াম চমস্কির মত আমরাও গণহত্যা ছাড়া আর কিছুই বলতে চাই না। এই গণহত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ চলছে (যদিও তা পর্যাপ্ত নয়)। এই গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরাও আমাদের নিন্দা ও বিক্ষোভ জানানোর প্রয়াসে ২৩ নভেম্বর শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে চাই। দেশের আপামর জনসাধারণ সকলে আমন্ত্রিত।

অনেকেই মনে করতে পারেন আমরা কি করতে পারি? কিন্তু আমরা কিছু করতে না পারি অন্তত প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে গাজার নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করে তাদের স্বাধীনতা, মুক্তি এবং প্রতিরোধ আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন তো করতে পারি? আমরা ইসরাইলি হানাদারদের প্রতি আমাদের অনাস্থা তো প্রকাশ করতে পারি? দেশে দেশে প্রতিবাদ বিক্ষোভ যত তীব্র হবে ইসরাইল এবং তার সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির নৈতিক ভিত্তি তত দুর্বল হবে! তাই আসুন সবাই মিলে ২৩ নভেম্বর, শুক্রবার বেলা সকাল ১০ঃ৩০ এ শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করি। View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.