আমাদের কথা খুঁজে নিন

   

বনমোরগ, উল্লুক, পরিযায়ী পাখি দেখতে এবার যাচ্ছি লাওয়াছড়া ন্যাশনাল পার্ক ও বাইক্কা বিল

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন প্রকৃতি বিষয়ে বাংলাদেশের প্রথম জ্ঞান চর্চা কেন্দ্র ‘নওয়াজেশ নলেজ সেন্টারের’ উদ্যোগে প্রতিবারের মতো এবারও আগামী ৩০ নভেম্বর থেকে ১ লা ডিসেম্বর পর্যন্ত লাওয়াছড়া ন্যাশনাল পার্ক ও বাইক্কা বিলে দুই দিনের একটি ওয়াইল্ড ফিল্ড ট্রিপের আয়োজন করা হয়েছে। এবারের ট্রিপে ওয়াইল্ড ট্র্যাকিং, ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি, বার্ড ওয়াচিং, বার্ড রিংগিং ইত্যাদি আয়োজন থাকবে। আমাদের টিমে থাকবে ওয়াইল্ডলাইফ গবেষক ও অভিজ্ঞ বার্ড ওয়াচার সামিউল মোহসানিন ও সায়েম ইউ চৌধুরী। এছাড়াও আমাদের সাথে ওয়াইল্ডলাইফ ট্র্যাকিং ও বার্ড ওয়াচিংয়ের নানা উপকরণ ও যন্ত্রপাতি থাকবে। সুন্দর ও দক্ষ ব্যবস্থাপনার জন্য এবারের ট্রিপে মাত্র ২০ জন সদস্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নেয়া হবে। যারা যেতে আগ্রহী তাদের আগামী ২৬/১১/২০১২ তারিখের মধ্যে নির্ধারিত ফি ২২০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে আহ্বান জানানো যাচ্ছে। এই ট্রিপে অংশগ্রহণকারী সবার জন্য থাকবে একটি আকর্ষণীয় ওয়াইল্ড টি-শার্ট। যোগাযোগঃ নওয়াজেশ নলেজ সেন্টার কসমস সেন্টার, ৬৯/১ নিউ সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা ১২১৭ ফোনঃ ৮৩১৫৪৪৭, ০১৯২২২০৩৭৮২ ইমেইলঃ http://www.facebook.com/nkcdhaka আমাদের পূর্বের কিছু ট্রিপ সাতছড়ি ন্যাশনাল পার্ক প্রকৃতি ভ্রমণ ভাওয়াল ন্যাশনাল পার্ক প্রকৃতি ভ্রমণ ও কচ্ছপ প্রজনন কেন্দ্র পর্যবেক্ষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি পর্যবেক্ষণ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে বৃক্ষ পরিচিতি ও পাখি পর্যবেক্ষণ ঢাকা চিড়িয়াখানা কার্জন হলে বৃক্ষ পরিচিতি  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।