আমাদের কথা খুঁজে নিন

   

ফার্মের মুরগি গুলো সব বনমোরগ হয়ে গেছ!!!

গত ৫ই ফেব্রুয়ারী রাজাকার কাদের মোল্লার আদালতের রায়ের পর সারাদেশের মানুষ অসন্তুস্ট ও ক্ষুদ্ধ হয়ে পড়ে। কিন্তু কি করবে তারা, তাদের তো হাত-পা বাঁধা। ৭১ এ যুদ্ধ করে যে মানচিত্র এনে দিয়েছে, সে দেশে আদালতের রায়ের পর এক রাজাকার ভিক্টরি সাইন দেখায়, এ দুঃখ কই রাখে তারা। তাদের ভাবনায় আজকের তরুণরাতো শুধু ফেইসবুক ও অনলাইন নিয়ে পড়ে থাকে। এদের দিয়ে কিছুই হবে না, এদের কাছ থেকে কিছুই আশা করা যায় না, আশা করা বোকামি।

এই একটি মতবাদ, যা গত ২০ বছরে প্রবাদ হয়ে গেছে। আজকের তরুণ-যুবা সবাই ফার্মের মুরগি। না তাকায় ডানে, না তাকায় বামে। শুধু নিজেরটাই বুজে, আর প্রযুক্তি তাদেরকে আরও ঘরকুনো বানিয়েছে। কাজের সময় কাজ, আর নয়ত ফেইসবুক ও অনলাইন, মুভি দেখা এবং খুব বেশী হলে বন্ধুবান্ধব এই হচ্ছে এদের জগত।

কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বদলে গেল সব। এই ফার্মের মুরগি তরুন-তরুণী গুলো (ব্লগার ও অনলাইন) ব্যবহারকারীরা কি করে ফেলল। বদলে গেল সময়, দিন আর রাত সমান হয়ে গেছে, বদলে গেছে দেশ, বাংলাদেশ একাকার হয়ে গেছে শাহাবাগের। মানুষ ফিরে পেয়েছে সাহস, গর্জে উঠল সারা দেশের মানুষ তাদের এই নতুন প্রজন্মের সন্তানদের সাথে। যে মা তার সন্তান বাসায় ফিরতে একটু দেরি হলে অস্তির হয়ে পড়তেন, তিনি আজ তার সন্তানের বাসায় ফিরতে দেরি হলে প্রশ্ন করেন, তুই কি শাহাবাগে, আমাকে নিয়ে যা।

কিনবা সন্তান যাচ্ছে শাহাবাগে, মা বলছে আমাকেও নিয়ে যা। কি অদ্ভুত ভাবে বদলে গেল সব। যারা নাকি দেশ নিয়ে ভাবে না, দেশ নিয়ে ভাবনার সময় নাকি যাদের নেই, যারা সময়ের বেগে সময়ের সাথে দৌড়ায় তাদের সময় কই দেশ নিয়ে ভাবনার। তারাই কি এক কাণ্ড করে ফেলল। অবাক পৃথিবী আবাক হয়ে তাকিয়ে রয়।

হঠাৎ করে বদলাতে শুরু আমাদের চারিপাশ, বদলে যায় বাংলাদেশ, বদলে যায় সারাবিশ্ব যেখানেই বাংলা ভাষা, বাঙালী সংস্কৃতি এবং বাংলাদেশী আছে। সব কিছু এসে মিশে যায় শাহাবাগের সাথে। সবার একটাই দাবি রাজাকার কাদের মোল্লার ফাঁসি। সাথে শুরু হয় সকল রাজাকারের বিচার ও ফাঁসির দাবি। দেশে এবং বিদেশে বাংলাদেশী ৩৩ লক্ষ থেকে ৩৫ লক্ষ ব্লগার ও অনলাইন ব্যবহারকারী আছে।

এই ৩৩/৩৫ লক্ষ আনলাইন ব্যবহারকারীদের কয়েকজন ব্লগার প্রতিবাদ করার জন্য শাহাবাগ যায়, মুহুর্তেই ছড়িয়ে পড়ে খবর ফেইসবুক ও বিভিন্ন ব্লগে। তারা শাহাবাগে যেতে যেতে চলে আসে অন্য ব্লগার ও অনলাইন ব্যবহারকারীরা যারা মা, মাটি ও মুক্তিযুদ্ধ নিয়ে কোন আপস করতে রাজি নয়, যারা একটিভ বিভিন্ন ব্লগে ও অনলাইনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অসঙ্গতি নিয়ে। এ আন্দলনের কাহিনী, চিএনাট্য, পরিচালনা, মিউজিক, আবহসঙ্গীত থেকে সব কিছু করেছেন “ব্লগার ও আনলাইন এক্টিভিষ্ট নেটওয়াক”, যারা কেউ নিজের লাভের জন্য রাস্তায় নামেনি, যে দেশ সকল মানুষ (গুটিকতকবাদে) এ গণজাগরণের আন্দলনে অংশ নিচ্ছে, এমনকি যারা বিদেশে আছে তারা। এ এক অদ্ভুত দেশ প্রেম, যা গত কয়েক দশকে সবাই ভাবছিল এরা দেশ নিয়ে ভাবে নাহ, তাদের সকল হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। এক দফা, এক দাবি, রাজাকারের ফাঁসি চাই, এই আন্দোলন চলছে, চলবে।

রাজনীতির হিসাব, সামাজিক হিসাব, রাষ্ট্রের হিসাব, ইতিহাসের হিসাব, বর্তমানের হিসাব, ভবিষ্যতের হিসাব, পাওয়া-না পাওয়ার হিসাব এগুলা না হয় আরও কিছু দিন পড়ে করি বা এগুলো করার জন্য সময় আছে। আপাতত মোদ্দা কথা ফার্মের মুরগি আজ সব বনমোরগ হয়ে । যারা দেশ নিয়ে ভাবে নাহ, তারা আজ দেশের জন্য জেগেছে। তারা অতীতের গ্লানি মুছে দিবে, জয়ী হয়ে ফিরবে ঘরে। এখনকার হিসাব এতটুকু শাহাবাগের প্রজন্ম চত্তর মুছে দিবে অতীতের গ্লানি, তৈরি করবে ভবিষ্যতের স্বপ্ন সোপান... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.