আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়া মোবাইলের কিছু হিডেন কোড

আমি নাবিল বর্তমানে প্রচলিত সব নতুন নকিয়া মালটিমিডিয়া মোবাইল সেটে এই হিডেন কোডগুলো কাজ করবে। নকিয়ার অনেক গোপন তথ্য আপনি এই কোডগুলোর মাধ্যমে দেখতে পারবেন। শুধু তাই নয়, মোবাইলের অনেক ছোটখাট সমস্যার সমাধান ও করা যাবে। অনেকে বিভিন্ন ছোটখাট সমস্যার জন্য মোবাইল টেকনিশিয়ানের কাছে যান। যা এই কোড গুলি জানা থাকলে আপনিও সমাধান করতে পারবেন।

নিচে কোডগুলো দেওয়া হল: *#7780# -> ফ্যক্টরী ডিফল্ট সেটিং রিস্টোর করে দেবে। *#3283# -> সেটটা কবে তৈরী হয়েছে তা দেখা যাবে। *#746025625# -> সিমের ঘড়ি বন্ধ করার জন্য। *#67705646# -> অপারেটর লগো মুছে ফেলার জন্য। *#73# -> ফোন টাইমার এবং গেম স্কোর রিসেট হবে।

*#0000# -> মোবাইলের ফার্মওয়্যার ভার্শন দেখা যাবে। *#06# -> IMEI দেখা যাবে। *#92702689# -> ওয়ারেন্টি সংক্রান্ত সেটিং দেখা যাবে। *#7760# -> প্রডাকশন সিরিয়াল নাম্বার দেখা যাবে। *#bta0# -> ব্লুটুথের ম্যাক এড্রেস দেখা যাবে।

*#9999# -> মোবাইলের ফার্মওয়্যার ভার্শন দেখা যাবে। *#2640# -> মোবাইলে সিকিউরিটি কোড দেখা যাবে। *#7328748263373738# -> সিকিউরিটি কোড ডিফল্ট হয়ে যাবে। *#43# -> কল ওয়েটিং স্ট্যাটাস দেখা যাবে। *#2820# -> ব্লুটুথের তথ্য দেখা যাবে।

*#7370# -> মোবাইলের মেমোরী ফরম্যাট করার জন্য। *#delset ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।