আমাদের কথা খুঁজে নিন

   

লেখা চোরদের জানাই তীব্র ধিক্কার সাথে কাল্পনিক ভাইয়াকে উদ্দেশ্য করে কিছু বলা!!

**তবুও কিছু কথা না বলাই থেকে যায়** ভেবেছিলাম ডিসেম্বরের আগে আর কোন পোস্ট দেবো না। কারন আরকিছুই না পরীক্ষার জালায় আছি তাই আর কি!! কিন্তু ব্লগটা যে কি!! একটু ঢু মারার জন্য আসলে আর যাইতে ইচ্ছা করে না । আসবোনা আসবোনা করেও কিছু সময়ের জন্য অন্তত এসে এক নজর চোখ বুলিয়ে যাই। না হলে যেন দিনই কাটতে চায় না । যাই হোক আসল কথা আসি।

বেশ কিছু দিন আগে কাল্পনিক ভাইয়ার এই পোস্টে দেখলাম উনি বেশ সুন্দর ভাবেই লেখা চোরদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং বেশ শক্ত ভাবেই তা করেছেন। আসলে যখন কোন এক ভাবে আমিও আমার এই লেখা চুরীর ব্যাপারটা জানলাম এই ব্লগারের (!!) পোস্টে। তিনি আবার এই লেখাটা তার বর্ষ পুর্তিতে পোস্ট করেছিলেন। কিন্তু ঐ ব্লগে নিজের কোন নিক না থাকায় কোন প্রতিবাদ করতে পারছিলাম না। শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম!! কাল্পনিক ভাইয়ার ওই পোস্টে আমার এই ব্যাপারটা শেয়ার করলে এবং এরসাথে আমার অপারগতার কথা জানালে উনি খুব আন্তরিকভাবে এগিয়ে আসেন এবং তাৎক্ষনিক ব্যাবস্থা নেন ।

ঐ খানে একটা নিক খুলে ঐ লেখকের লেখা চুরীর ব্যাপারটা তুলে একটা পোস্ট দেন। এবং এর প্রতিবাদ করেন। আজকে এই ব্যাপারটা একজনকে বলছিলাম এবং সে খুব তাচ্ছিল্য করে যখন বলছিলো এমন করার কি দরকার ছিলো সামান্য লেখাই না হয় কপি করেছে !!হুম আমি মানি আমার লেখা এত আহামরী কিছু না যে খুব গর্ব করতে হবে! অবশ্য সেটা আমি কখনই করিনা। কিন্তু এক একেকটা লেখা যার যার কাছে নিজের সন্তানের সমতূল্য। হয়ত অনেকে বলবে বাড়িয়ে বলছি।

এইটা শুধু একটা উদাহরনের জন্য বলা। একটা লেখা সেটা যেমনই হোক লিখতে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা যে লিখে সেই শুধু বুঝে। আর যখন দেখি যে নিজের লেখা অন্য কেও তার নাম দিয়ে প্রশংসা কুড়াচ্ছে বাহবা নিচ্ছে তখন এই সব শেনীর চোরদের দেখে মনে হয় এরা এই সামান্য লেখা চুরী করতে করতে কি এক সময় বড় চোরে পরিনত হবে না !! কি জানি !! আমার অসম্ভব প্রিয় একটা লেখা বেশ কিছু দিন আগে দেখলাম একটা পেইজের এডমিন নিজের নাম দিয়ে প্রকাশ করেছে ইভেন উৎসর্গটাও!! এই যে সেই লেখাটা আর সে একই লেখাই এখানে বিনা অনুমতিতে ছাপিয়ে দিয়েছে। জানিনা খুঁজলে আরও পাবোকিনা!!এই দুই টা লেখা চুরী করা দেখে আর খুঁঅজতে ইচ্ছা হয়নাই। তাই আর খুঁজে দেখিনাই।

জানিনা এই লেখা চোরদের কি শাস্তি দেয়া দরকার। শুধু এটুকুই বলবো আমরা কেও এত ভাল লিখিনা যে লেখা চুরী করে নিজের নামে দিতে হবে!! যাই হোক অনেক বেশি বক বক করে ফেলেছি। এখন কাল্পনিক ভাইয়াকে উদ্দেশ্য করে কিছু বলি। আপনি আসলেই অনেক কষ্ট করেছেন। সেই অপূর্ন ভাইয়ার পোস্ট এর ব্যাপারে কিংবা আমার গল্পটার চুরীর ব্যাপারে সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন।

ধন্যবাদ দেবোনা কেনই বা দেবো ভাইয়কে কেও ধন্যবাদ দেয়!! যাই হোক শুধু এইটুকুই বলব এই লেখা চোর দের বিরুদ্ধে আপনার এই পদক্ষেপ যেন সবসময় অগ্রসরমুখী হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.