আমাদের কথা খুঁজে নিন

   

উটপাখি... বদলে যাও

কোন বাড়িতে কাজের লোক পুকুর চুরি করতে গেলে কি করত? প্রথমে উরাধুরা কাজ করে বাড়ির মেম সাহেব থেকে শুরু করে পিচ্চি পোলাপাইন পর্যন্ত সবার মন জোগার করত। তারপরে দারোয়ানের সাথে প্রেম করে তাকে হাত করত। তারপরে শুরু হত মিশন। *খাবারে বিষ মিশানো *সবাই অজ্ঞান হয়ে গেলে পুরা বাড়ি চুরি * দেন... দারোয়ানের হাত ধরে বাড়ি থেকে পলায়ন * সবশেষে বাসস্ট্যান্ড এ গিয়ে দারোয়ানকে লাত্থি মেরে আরেক বাড়ির উদ্দেশ্যে গমন। ওই কাজের লোক কে বলছি "বদলে যাও......।

" ২% এর নিচে উটপাখির মত **** উঁচু করা হিজ্রা গুলা...... শুনে নাও- আগেকার দিনে মানুষের মধ্যে হিজ্রা সম্প্রদায় বেচে থাকার তাগিদে কারো জন্ম হলে নেচে গেয়ে উতসব করে টাকা জোগার করত আর তোমরা মানুষ মরলে নেচে গেয়ে উতসব কর আর সেই টাকা তুলে তার ভাগ মরা বাড়িতে দাও। এই তোমার বদলে যাওয়া। হিজ্রা কুকুর কি করে আমি ঠিক জানিনা। জানলে বলতে পারতাম তোমার সাথে মিলে কিনা। ২% এর সামনে মাথা নিচু করে **** উঁচু করে দাও আর আজকে আমাদের আশরাফুল ২৫ লাখ ঘুস নিলে তোমার উটপাখির মুখ উঁচা হয়।

২% এর অঙ্ক আশ্রাফুলের ২৫ লখের ১০০ গুনের ও বেশি। সৎসাহস থাকে তো ২% এর নাম বলনা!! তাইলে বুঝব "বদলে গেছ, বদলে দিছ" । তা তোমরা বলতে পারবানা। কারন তোমরা ওই বাড়ির পুকুর চুরি করার উদ্দেশ্য নিয়ে আসচিলা এখনো সেই মিশনেই আছো। শুধু দেখে যাচ্ছি কবে কোন দারোয়ানকে লাথথি মারতেছ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।