সত্য বলেছি, সত্য বলছি এবং আরো সত্য বলেই যাব ধীরে ধীরে নিজেদের স্বরূপ প্রকাশ করছে প্রথমআলো. একদিকে নারী নির্যাতনের বিরুদ্ধে বড় বড় কথা, আবার পরিমলদের সাফাই গাওয়া, একদিকে ভিকারুন্নেসা`য় ভিকটিম ছাত্রীর `অপর্যাপ্ত কাপড়` পড়া নিয়ে পরিমলদের ধর্ষণের সাফাই গাওয়া হয় আবার নিয়মিত মডেলদের রগরগে ছবিও নিয়মিত প্রকাশ করা, বুঝলেন তো কেন এরা পরিমল কিম্বা কানিজ আলমাস এর ব্যাপারে কেন মৌনতা অবলম্বন করে!!! লম্পট প্রথম আলো।. এখন আবার পরকিয়ার সাফাই গাওয়া খবর প্রকাশ করে, কি বুঝতে চেয়েছে প্রথমআলো? এভাবেই বদলে যেতে হবে? উটপাখি না হয়ে পরকিয়া করে দেখাতে হবে? প্রথম(! হলুদ) আলোর এই লম্পট খবরটি কি প্রমাণ করে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।